আবীর ইসলাম, বীরভূম : দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে উত্তাল বিশ্বভারতী। গেটের তালা ভেঙে উপাচার্যর বাড়িতে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের একাংশের। নিরাপত্তা চেয়ে রাজ্যপালকে বার্তা পাঠালেন উপাচার্য। এরপরই তত্পর হয় শান্তিনিকেতন থানার পুলিশ।


উপাচার্যর বাড়ির সামনে জড়ো হওয়া কয়েকজনকে আটক


উপাচার্যর বাড়ির সামনে জড়ো হওয়া কয়েকজনকে আটক করা হয়। এই ঘটনার পরেই উপাচার্যর বাড়িতে বেসরকারি নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। রয়েছে পুলিশও। 


 দ্বাদশ শ্রেণির ছাত্রের কীভাবে মৃত্যু হল ? 
এর আগে বিশ্বভারতীর হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্রের কীভাবে মৃত্যু হল, এই প্রশ্ন তুলে উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে গতকাল তাঁর বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ বসেন মৃত ছাত্রের মা-বাবা। তাঁদের সঙ্গে যোগ দেন পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের একাংশ গেট ভেঙে উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা করে। প্রথম গেট ভেঙে দেয় বিক্ষোভকারীরা।


রাজ্যপালের ট্যুইট
রাজ্যপাল ট্যুইট করে জানান, ঘটনায় আতঙ্কিত উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী তাঁকে মেসেজ করে বলেছেন, দয়া করে নিরাপত্তা দিন, আমার জীবন ঝুঁকির মধ্যে আছে। পুলিশ নিরাপত্তা না দিলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বিশ্বভারতীর উপাচার্যর বার্তা মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে, বলেও ট্যুইটে জানান রাজ্যপাল। এরপরই DGP, জেলাশাসক ও পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানান মুখ্যসচিব। ট্যুইট করে জানান রাজ্যপাল।