কলকাতা: ফের বোমায় রক্তাক্ত শৈশব। বীরভূমের (Birbhum) মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম ৩ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ (Blast), আহত হয় ৩ শিশু। গুরুতর জখম ৩ শিশু ভর্তি মল্লারপুর হাসপাতালে ।


একই ঘটনা আগেও-


চলতি মাসের শুরুতেই রক্তাক্ত হয় শৈশব। বোমা ফেটে একসঙ্গে ৩ শিশু জখম হয়। রায়গঞ্জে প্রাথমিক স্কুলের ছাত্র তারা। নির্মীয়মাণ বাড়িতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৩ শিশু আহত হয়।


সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে উত্তপ্ত জেলা। মাসখানেক আগে মুর্শিদাবাদের লালগোলার (Murshidabad Lalgola) নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। জানা যায়, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে।


চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের।  নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় (Coochebehar Mathabhanga) বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি (South 24 Paragana), বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর।  এর আগে ১৭ নভেম্বর,  টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।


বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি চোখেই দৃষ্টি হারায় ৭ বছরের শিশু। নলহাটিতে বাড়ি ছিল ওই শিশুর। ডিসেম্বরের শেষে মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলার সময় বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গুরুতর জখম ৬ ও ৭ বছরের দুই মাসতুতো ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৮ ডিসেম্বর, এসএসকেএমে মৃত্যু হয় ৬ বছরের শিশুর। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয় ৭ বছরের শিশুকে। RIO-র অধিকর্তা অসীমকুমার ঘোষ জানান, বিস্ফোরণে শিশুর ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল। পাল্টে যায় চোখের আকৃতিও।   


আরও পড়ুন ; রায়গঞ্জে বোমা ফেটে রক্তাক্ত শৈশব, আহত তিন শিশু