কলকাতা/বীরভূম: জেলে বসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বীরভূমের (Birbhum News)সংগঠন চালাচ্ছেন বলে কয়েক দিন আগেই মুখ খুলেছিলেন। এ বার খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। যে কোনও মুহূর্তে তাঁকে খুন করে দেওয়া হতে পারে, বাড়ির লোকজন তাই তটস্থ থাকেন বলে মন্তব্য করলেন কাজল। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। 


বাড়ির লোকজন তটস্থ বলে মন্তব্য করলেন কাজল


বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল। মঙ্গলবার খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, "বাড়ি থেকে বেরনোর সময় মা শঙ্কিত থাকেন। হয়ত ছেলেটা আর ফিরে আসবে না। আমার ঘরে ও বাইরে শত্রু, আমি জানি। যে কোনও মুহূর্তে, যে কোনও স্থানে আমার প্রাণহানি ঘটতে পারে। আমি এসবে ভয় করি না।" 


গরুপাচার মামলায় জেলে গেলেও, সেখান থেকেই অনুব্রত বীরভূমের সংগঠন চালাচ্ছেন বলে অতি সম্প্রতিই মন্তব্য করেছিলেন কাজল। কাজলের দাবি ছিল, হতে পারে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে জেল থেকে ফোনে যোগাযোগ রাখছেন অনুব্রত। অনুব্রতর নির্দেশ মতোই বীরভূমে সংগঠন চলছে বলেও দাবি করেন। ফোন চেক করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেও মন্তব্য করেন কাজল। 


আরও পড়ুন: SSC Case: ধৃতদের মুখে উল্লেখ বার বার, নিয়োগ দুর্নীতিতে ‘কালীঘাটের কাকু’র ভূমিকা ঘিরে জল্পনা


শুধু তাই নয়, বোলপুরে কোর কমিটি থেকে অব্যাহতিও চেয়ে বসেন কাজল। জানান, কয়েক জন মিলে চক্রান্ত করে কোর কমিটির বৈছক করছেন না, যাতে তিনি যোগ দিতে না পারেন, কাজ করতে না পারেন। এমনকি একবার বৈঠক ছেড়েও তিনি চলে যান বলে মন্তব্য করেন। এর পর থেকেই কাজলকে ঘিরে অস্বস্তি তৈরি হয়েছিল বীরভূম জেলা তৃণমূলে। সেই আবহেই কাজল খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করায় শুরু হয়েছে জল্পনা। 


জেল থেকে অনুব্রত সংগঠন চালাচ্ছেন বলে মন্তব্য করেন কাজল


উল্লেখ্য, অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম নিজে দেখবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে বীরভূমের মানুষজনকে। তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন। নিজে বীরভূম দেখবেন তিনি। তবে বীরভূম নিজে দেখবেন বললেও, অনুব্রতর পাশেই যে দল রয়েছে, সে কথাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন মমতা।