Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে নলহাটির আইসি ও দুই এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Rampurhat Violence: নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। রাজনৈতিক কচকচানি, সিবিআই-পুলিশের আনাগোনায়, এখনও গমগম করছে গোটা এলাকা। তার মধ্যেই আতঙ্ক গ্রাস করেছে সকলকে।

abp ananda Last Updated: 30 Mar 2022 11:02 PM

প্রেক্ষাপট

নান্টু পাল, বীরভূম: নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। ঢের আগেই নিভে গিয়েছে দাউদাউ (Rampurhat Fire) করে জ্বলতে থাকা আগুন। কিন্তু জতুগৃহের উত্তাপ এখনও ভালই বোধ হচ্ছে সর্বত্র।...More

Rampurhat Violence Live: রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছেন শুভেন্দু

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী।