সৌভক মজুমদার, কলকাতা : অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা ? গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর আজ আর জি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি, রিপোর্ট পেশ করে CBI বলল, 'এটা গণধর্ষণ নয়, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে।' হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে একথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


বিস্তারিত...


এদিন সিবিআইয়ের তরফে খুব স্পষ্ট করে বলা হয়েছে, এটা কোনও গণধর্ষণের ঘটনা নয়। এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা। তার কারণ হিসাবে সিবিআই বলছে, তারা ঘটনাস্থল আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে যে যে তথ্যপ্রমাণ পেয়েছিল তা ফরেনসিকের জন্য পাঠানো হয়েছিল। সমস্ত কিছুর ফরেনসিক পরীক্ষা হয়েছে। তাছাড়াও গোটা বিষয়টার জন্য মেডিক্যাল বোর্ড বসানো হয়েছিল। সেখানে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। সেই ১৪ জন চিকিৎসকের মতামত এবং ফরেনসিকের মতামত দেখে তারা এই সিদ্ধান্তে এসেছে যে, এটা কোনও গণধর্ষণের ঘটনা নয়। এটা ধর্ষণের ঘটনা।


বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেছিলেন, সিবিআই কি মনে করে-এটা ধর্ষণের ঘটনা, না গণধর্ষণের ঘটনা ? সেই প্রশ্নের উত্তরে আজ সিবিআইয়ের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এটা গণধর্ষণের ঘটনা নয়। এখনও পর্যন্ত তাদের কাছে থাকা তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি তারা জানাচ্ছে, ওখানে শুধুমাত্র একজন পুরুষেরই ডিএনএ পাওয়া গিয়েছিল। সেই ডিএনএ প্রোফাইলিংয়ের পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। 


এছাড়া বিচারপতি আর যে প্রশ্ন করেছিলেন, এটা গণধর্ষণের ঘটনা হলে তাতে আর কে বা কারা যুক্ত রয়েছে ? কিন্তু, সিবিআই এটা গণধর্ষণের ঘটনা নয় বলায়, সেই প্রশ্নের আর কোনও গুরুত্ব এই মুহূর্তে রইল না। অর্থাৎ, এই ঘটনার পর থেকে যে প্রশ্নটা সবথেকে বেশি ঘোরাফেরা করছিল, আজ তা সিবিআইয়ের তরফে স্পষ্ট করে দিয়ে দেওয়া হল। 


বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, তাহলে সিবিআই এই মুহূর্তে কী করছে ? উত্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, এই ঘটনা ঘটার পরবর্তী পর্যায়ে যা যা অপরাধ সংগঠিত হয়েছিল, তথ্যপ্রমাণ নষ্ট করা থেকে অন্যান্য যেসব অপরাধের বিষয় উঠে এসেছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ নষ্টের ক্ষেত্রে কে বা কারা যুক্ত রয়েছে ? বা কারা যুক্ত থাকতে পারে ? তা দেখা হচ্ছে। বিচারপতির প্রশ্ন, এই তদন্ত শেষ করতে কতদিন লাগবে ? সিবিআইয়ের আইনজীবীর দাবি, সেটা এখনই তারা বলতে পারছে না।