অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : প্রতিবেশী রাজ্যে মহাসঙ্কট। কঠিন অসুখে আক্রান্ত মুরগিরা। ক্রমেই ছড়াচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ক্রমেই থাবা চওড়া হচ্ছে H5N1 ভাইরাসের। সপ্তাহখানেক আগেই জানা গিয়েছিল, ওড়িশার পুরী জেলার পিপিলি এলাকায় H5N1 স্ট্রেন বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু র সন্ধান মিলেছে। আর তার জেরে মারা যাচ্ছে হাজার হাজার মুরগি। গত ২৫ অগাস্টের রিপোর্ট অনুসারে ওড়িশা জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে H5N1।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য রাজ্য থেকে ডিম এবং মুরগির গাড়ি পশ্চিমবঙ্গে ঢোকা নিষিদ্ধ করল প্রশাসন । H5N1, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়ে পড়েছে ওড়িশায়। তাই বাংলায় ভিন রাজ্য থেকে আসা সমস্ত পোল্ট্রি মুরগির গাড়ি ঢোকা বন্ধ করল রাজ্য প্রশাসন। প্রতিবেশী রাজ্য থেকে ডিমের গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোনাকনিয়া এলাকা হয়ে ভিন রাজ্য থেকে ডিমের গাড়ি ঢোকে বাংলায়। এই ডিম বাংলার বাজারে বিক্রি হলে, সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। পোল্ট্রি মুরগি ও ডিমের থেকে বার্ড ফ্লু যাতে পশ্চিমবঙ্গে না ছড়ায় সেই কারণেই বৃহস্পতিবার রাত্রি থেকে ভিন রাজ্য থেকে আসা সমস্ত ডিম এবং মুরগির গাড়ি গুলোকে ফেরত পাঠানো হচ্ছে ।
শুধু ওড়িশা নয়, অন্ধ্র থেকে আসা ডিম এবং পোল্ট্রি মুরগির গাড়িগুলোকে বাংলায় ঢুকতে দেওয়া হয়নি। ফেরানো হয়েছে রাজ্যে সীমানা থেকেই। দাঁতনের দুই জায়গায় নাকা পোস্ট বসানো হয়েছে। সারা রাত্রি চলছে চেকিং। রাতেই বেলদার এসডিপিও, এবং দাঁতন থানার আইসি সব গাড়ি গুলিকে দাঁড় করিয়ে, পেপার চেক করেন। সেখানে ছিলেন পশু ও পাখিদের চিকিৎসকরা।
দাঁতনের প্রাণী চিকিৎসক জয়দেব গোস্বামী জানান, ওড়িশা রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়েছে হু হু করে। আমাদের এই রাজ্য যেহেতু ওড়িশার একেবারেই সন্নিকটে, তাই বেশি সতর্কতা। বিশেষ করে যাতে পোল্ট্রি প্রোডাক্ট এ রাজ্যে ঢুকতেই না পারে, তার জন্য কড়া হয়েছে প্রশাসন।
এছাড়া দাঁতন এলাকাতে যাঁরা মুরগি পালন করেন, তাদেরকে সচেতন করা হচ্ছে। এই এলাকার মুরগি পালনকারীদের পোল্ট্রি থেকেও স্যাম্পল কালেকশন করে দেখা হচ্ছে সংক্রমণ কোনওভাবে শুরু হয়েছে কি না।
আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।