কলকাতা: ছোটবেলা থেকেই আমরা পরিচিত রেডিওর মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সঙ্গে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'আশ্বিনের শারদপ্রাতে' দিয়েই যেন এখনও শুরু হয় বাঙালির মহালয়ার সকাল। এরপরেই নজর থাকে টেলিভিশনের মহালয়ায়। কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন, কেমন তাঁর সাজপোশাক.. সেই নিয়ে মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যায় জল্পনা। তবে এবার, মহালয়া দেখা যাবে একেবারে নতুন আঙ্গিকে। এই প্রথম, ওটিটি প্ল্যাটফর্মের জন্য মহিষাসুরমর্দিনী আনছে হইচই (Hoichoi)।
ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের আকারে দেখা যাবে এই মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান। ২রা অক্টোবর অর্থাৎ মহালয়ার সকালেই মুক্তি পাবে এই মহিষাসুরমর্দিনী ওয়ের সিরিজ। এই সিরিজের পরিচালকের ভূমিকায় রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherjee)। দুর্গা বা মহামায়ার ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পাল (Rajnandini Paul)-কে। আজ প্রকাশ্যে এসেছে দূর্গারূপে রাজনন্দিনীর প্রথম লুক। এই লুক প্রথম প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)।
আদ্যাশক্তি মহামায়ার যে আদি ও অনন্ত পৌরাণিক গল্প, তাকেই তুলে ধরা হবে ওয়েব সিরিজের মোড়কে। নারীশক্তির যে উদযাপন মা দূর্গার মধ্যে দিয়ে প্রতিনিয়ত করে জনগণ, সেই গল্পকেই এবার ফুটিয়ে তোলা হবে ওটিটিতে। কেবল মহিষাসুরমর্দিনী নয়, এই সিরিজে তুলে ধরা হবে সতীর পৌরাণিক গল্প ও অন্যান্য একাধিক পৌরাণিক গল্প ও চরিত্রকে যা আদি ও অনন্ত কাল ধরে মহিষাসুরমর্দিনীর সঙ্গে যুক্ত।
নতুন প্রজন্ম ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে। তা সে রহস্য রোমাঞ্চ হোক বা সামাজিক গল্প.. ওয়েব সিরিজের মোড়কে অনেক রকম গল্পই দেখতে পছন্দ করে তাঁরা। বর্তমানে নতুন প্রজন্ম যখন আগ্রহ হারাচ্ছে টিভির পর্দা থেকে, তখন ওয়েব সিরিজে মহিষাসুরমর্দিনী-র গল্পকে নিয়ে আসা অভিনব ভাবনা এমনটাই মনে করছেন নির্মাতারা। অনেকের মতেই মোবাইলে, হাতের মুঠোয় মহালয়া পৌঁছে যাওয়াতে এই পৌরাণিক কাহিনী দেখার দর্শক আরও বাড়বে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।