হিন্দোল দে, কলকাতা: তৃণমূল নেতার (TMC) বিরুদ্ধেই কুপন (Coupon) ছাপিয়ে তোলাবাজির অভিযোগ শ্রমিক সংগঠনের। তৃণমূল নেতার বিরুদ্ধেই জেলা ম্যাজিস্ট্রেট কাছে দলের শ্রমিক সংগঠনের অভিযোগ।  


কী অভিযোগ? 


বিষ্ণুপুরের ২ ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি সজল মিত্রর বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে।  কুপন ছাপিয়ে দঃ ২৪ পরগনায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করা হয়েছে।  তৃণমূল নেতা সজল মিত্রের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ জমা পড়েছে। বলা হয়েছে, কুপন ছাপিয়ে মাসে অটো প্রতি দেড়শো টাকা আদায় করেছেন ওই তৃণমূল নেতা। কুপনের টাকা না দিলে অটো বসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ।                                                             


আরও পড়ুন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের


এদিকে, অভিযোগ পেয়েই ১৫দিনের মধ্যে এসপির ‘রিপোর্ট’ তলব জেলা ম্যাজিস্ট্রেট। যদিও, আইএনটিটিইউসির জেলা সভাপতি জানিয়ে দেন, ‘আমাকে না জানিয়েই বেআইনিভাবে কুপন ছাপানো হয়েছে’। সজল মিত্র সংগঠনের কর্মীও নন, দাবি আইএনটিটিইউসির জেলা সভাপতির।                                                            


সজল মিত্র যদিও বলেছেন, ‘আমার ভাল ভাবমূর্তি, তাই নতুন কমিটি ভালবেসে আমার নাম দিয়েছে।' তৃণমূল নেতা সাফ জানান যে, 'আমার কাছে কোনও টাকা আসে না, দুঃস্থ অটোচালকদের জন্য এই টাকা'। তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল নেতা সজল মিত্রের ।                                           


এদিকে সম্প্রতি তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতায় তৃণমূল (TMC) ভবনে ২১ জুলাইয়ের অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক ছিল। সেখানেই অভিষেক বার্তা দেন যে ২১ জুলাইয়ের সমাবেশের নামে কোথাও কোনওরকম টাকা তোলা যাবে না। নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কারের কথাও বলা হয়েছে।