আবির ইসলাম, শান্তিনিকেতন: অনলাইনে (Online) পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী (Visva-Bharati University)। পরীক্ষা বয়কট করে একাধিক ভবনের গেটে তালা ঝোলালেন পরীক্ষার্থীরা। স্থগিত হয়ে যায় একটি বিষয়ের পরীক্ষা (Exam)।
অনলাইনে পরীক্ষার দাবি: রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন পরীক্ষার দাবিতে তরুণ তরুণীদের বিক্ষোভ চলছেই। অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ কার্যত সংক্রমণের চেহারা নিয়েছে। এবার সেই তালিকায় যোগ হল বিশ্বভারতীর নামও। অফলাইন নয়, অনলাইনে নিতে হবে পরীক্ষা। এই দাবিতে এবার কেন্দ্রীয় বিশ্ববদ্যালয় বিশ্বভারতীতেও অসন্তোষের আঁচ। পরীক্ষা বয়কট করে, আন্দোলনে নামলেন পড়ুয়ারা। বিশ্বভারতীর একাধিক ভবনের গেটে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। তালা ভাঙতে গেলে, পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভকারীদের বাধার মুখে ফিরে আসেন নিরাপত্তারক্ষীরা। অনলাইনে পরীক্ষার দাবিতে, সোমবার সকাল থেকে এভাবেই ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।
কী বলছেন বিক্ষোভকারী ছাত্ররা? বিক্ষোভকারী এক ছাত্র মেহবুব শেখ বলেন, “অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রথম সারির সব বিশ্ববিদ্যালয় অনলাইনে নিচ্ছে। ট্রেন দুর্ভোগ, বন্যা পরিস্থিতির জন্য বাইরের পড়ুয়ারা আসতে পারছে না, তার জন্য চাই অনলাইনে পরীক্ষা হোক।’’ সকাল ৯টা থেকে তালা পড়ে যাওয়ায় এদিন, পদ্মভবনে স্নাতকোত্তরের প্রাচীন ইতিহাসের ফাইনাল ইয়ারের পরীক্ষা স্থগিত হয়ে যায়। পরীক্ষা দেননি প্রায় ২৫০ জন পড়ুয়া। বিক্ষোভকারী ছাত্র বিশ্বজিৎ মল্লিকের কথায়, “আজ ইতিহাস বিভাগে পরীক্ষা ছিল, আন্দোলন চলছে, পরীক্ষা দেওয়া হয়নি। অনলাইনে পরীক্ষা শুরু না হলে আন্দোলন চলবে।’’ অনলাইনে পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভের বিষয়টি উপাচার্যকে জানিয়েছেন বিশ্বভারতীর মুখ্য জনসংযোগ আধিকারিক।
উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ হয়েছে। যার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে। আর এই বিক্ষোভের আবহে সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সমস্ত কলেজকে জানিয়ে দেওয়া হয় যে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সমস্ত পরীক্ষাই অফলাইন হবে। আর এবার অনলাইনে পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী।