মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পুরসভা (Balurghat Municipality Area) এলাকায় পানীয় জল অপরিশোধিত (Purified Drinking Water) ভাবে সরবরাহ করার অভিযোগে সুর চড়াল বিজেপি (BJP Agitation)। মঙ্গলবার, বিজেপির বালুরঘাট শহর মণ্ডলের পক্ষ থেকে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, শহরের আবর্জনা পরিষ্কার করা০সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।


বিশদ...
বালুরঘাট পুরসভা এলাকায় বাড়িতে যে পানীয় জল সরবরাহ করা হয়, তা পানের অযোগ্য বলে অভিযোগ বিজেপির। এমনিতে নদীর জল পরিশ্রুত করে পানীয় জল সরবরাহ করার কথা বালুরঘাট পুরসভার। কিন্তু, প্রায় এক সপ্তাহ ধরে সেই পানীয় জল ঘোলা। উত্তরবঙ্গে ভারী বর্ষণে বেড়েছে আত্রেয়ী নদীর জল। বর্ষার মরসুমে নদীর জল সঠিক পরিশ্রুত না হয়ে বাড়ি বাড়ি সরবরাহ হলে বাড়তে পারে নানা রোগের প্রকোপ, এমনই আশঙ্কা। এদিন, ডেপুটেশন দিতে আসা বিজেপি কর্মীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূল ভোট কম পাওয়ায়, ইচ্ছাকৃতভাবে অপরিশোধিত জল সরবরাহ করছে বালুরঘাট পুরসভা। পুরসভার তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।  কিন্তু পানীয় জলের রং ঘোলা কেন? উত্তর এখনও স্পষ্ট নয়। কিছু দিন আগে, জল নিয়ে তীব্র ভোগান্তির মধ্যে পড়েছিলেন শিলিগুড়ির মানুষ।পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। 


শিলিগুড়ির ছবি...
প্রায় দু'সপ্তাহ এই দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। ১৫ দিন ধরে তিস্তার বদলে, পানের অযোগ্য মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়ি পুরসভার তরফে, এমনই অভিযোগ নিয়ে ধুন্ধুমার বাধে। শেষ এক সপ্তাহ ধরে চলে ক্ষোভ-বিক্ষোভ। তার পর অবশ্য সমস্যা মেটে। শুরু হয় তিস্তার পরিশ্রুত জল সরবরাহ। তিস্তা ক্যানালের মেরামতির কাজ শেষ হওয়ায় গত ২ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে যায় তিস্তার জল সরবরাহ। তবে তার আগে পর্যন্ত পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। বিক্ষোভ, মেয়রের পদত্যাগ দাবি, শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার চলে। বস্তুত, টানা গত কয়েক দিন ধরে এই ছবিই দেখা গিয়েছিল শিলিগুড়িতে। এই প্রেক্ষিতেই পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানিয়েছিলেন মেয়র। অবশেষে পানীয় জলের সমস্যা মেটায় এযাত্রায় হাঁফ ছেড়ে বাঁচেন শিলিগুড়িবাসী।


আরও পড়ুন:১৪ বছর বয়সেই ওয়ার্ল্ড সিনেমার একনিষ্ঠ দর্শক, অভিনয় জগতে আসার প্রস্তুতি নিচ্ছে নওয়াজ-কন্যা