কলকাতা: ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে, যা ছিল সম্পূর্ণ সূর্যগ্রহণ (Solar Eclipse)। যদিও সেই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হয়নি, সেই জন্য এর সূতক সময়ও বিবেচনা করা হয়নি। এবার বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের পালা। এই সূর্যগ্রহণ, যা অক্টোবরে ঘটতে চলেছে, এটি একটি পূর্ণ সূর্যগ্রহণ হবে। এই সূর্যগ্রহণে 'রিং অফ ফায়ার' তৈরি হবে।
যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে চাঁদ, তখন ঢাকা পড়ে যায় সূর্য। একেই বৈজ্ঞানিক ভাষায় সূর্যগ্রহণ বলা হয়। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে, তখন চাঁদ সম্পূর্ণ রূপে ঢেকে দেয় সূর্যকে। এটিই হল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে সূর্য একটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যায়, তাই একে ইংরেজিতে Ring of Fire বলা হয়।
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কখন ঘটবে?
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে বুধবার, ২ অক্টোবর, ২০২৪ এ। এই সূর্যগ্রহণ শুরু হবে রাত ০৯:১৩ মিনিটে এবং শেষ হবে পরের দিন ০৩:১৭ মিনিটে। এই বৃত্তাকার সূর্যগ্রহণ ৬ ঘন্টা ০৪ মিনিট স্থায়ী হবে।
সূর্যগ্রহণের সূতক সময়
এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই ভারতে এর কোনও প্রভাব পড়বে না এবং ভারতে এর সূতক সময়ও বৈধ হবে না। অর্থাৎ প্রথম সূর্যগ্রহণের মতো দ্বিতীয় সূর্যগ্রহণও ভারতে দেখা যাবে না। এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, আর্জেন্টিনা এবং পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, মেক্সিকো, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে।
সূর্যগ্রহণের সময় এই বিষয়গুলো মাথায় রাখুন
গ্রহণকে হিন্দু ধর্মে অশুভ মনে করা হয়। গ্রহণকালে কোন শুভ কাজ করা হয় না। এছাড়াও, গ্রহণকালে কিছু নিয়ম মেনে চলতে হবে।
আরও পড়ুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার দোষ মালগাড়ির চালকের? না অন্য কারণ? সামনে এল নতুন তথ্য
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে