Alka Yagnik Hearing Loss: নব্বইয়ের দশকের মেলোডি মানেই যাদের নাম প্রথমেই মনে আসে, তাদের মধ্যে অন্যতম অলকা। অলকা ইয়াগনিক (Alka Yagnik)। বড় বড় অভিনেত্রীদের সিনেমায় প্লেব্যাক রয়েছে তাঁর। কোটি কোটি ভারতবাসী তাঁর গলায় ও গানে মুগ্ধ। সেই অলকা ইয়াগনিক সম্প্রতি আক্রান্ত হয়েছেন এক বিরল স্নায়ুরোগে। স্নায়ুরোগের জেরে শ্রবণশক্তিই হারিয়ে ফেলেছেন অলকা (Alka Yagnik Hearing Loss)। সম্প্রতি বেশ কিছু দিন আড়ালে ছিলেন অলকা ইয়াগনিক। কিন্তু কেন ছিলেন, সেই কারণ জানা ছিল না। এই দিন ইনস্টাগ্রামে একটি পোস্ট লিখে সবটা খোলাখুলি জানান গায়িকা।
শ্রবণশক্তি হারানোর পিছনে দায়ী ইয়ারফোন ?
শ্রবণশক্তি হারিয়ে ফেলার জন্য তিনি দায়ী করেছেন আমাদের ইয়ারফোন ব্যবহার করার অভ্যাসকে। ইয়ারফোন বা হেডফোন এমন একট যন্ত্র যা কানের পর্দার খুব কাছে নিয়ে এসে কথা বলা হয় বা কোনও কিছু শোনা হয়। এই হেডফোনই বিপদে মূল বলে অলকা স্পষ্ট উল্লেখ করেছেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। প্রসঙ্গত, তাঁর মত গানের পেশায় থাকা গায়ক-গায়িকাদের এই ধরনের নানা যন্ত্র বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়। যা শ্রবণশক্তিকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেয়।অলকার রোগটি বিরল হলেও স্নায়ুরোগের আশঙ্কা এই পরিস্থিতিতে মোটেই অস্বাভাবিক নয়।
কীভাবে ইয়ারফোন ক্ষতি করছে কানের ?
- ইয়ারফোন কানের পর্দার একদম কাছে থাকে। ফলে কানে খুব জোরে শব্দ পৌঁছে দেয় এই যন্ত্রটি।
- বিশেষজ্ঞদের কথায়,শব্দের তীব্রতার কারণে আমাদের চুলের কোশগুলি ক্ষতিগ্রস্ত হয়। আর তেমনটা হলেই শুরু কানের সমস্যা।
- কানের ভিতর কচলিয়া নামের একটি অংশ থাকে, যা আমাদের শোনা কথা ও ব্রেনের ভাবনার মধ্যে সামঞ্জস্য আনে। ইয়ারফোনের প্রভাবে এই কচলিয়া খারাপ হলে সামঞ্জস্যও নষ্ট হয়ে যায়।
ইয়ারফোন থেকে বড় ক্ষতি এড়াতে কী কী করণীয় ?
- ইয়ারফোনের সাউন্ড ৬০ শতাংশের বেশি তোলা যাবে না।
- একটানা ১ ঘন্টা ব্যবহার করা একেবারেই উচিত নয়। মাঝে মাঝে ব্রেক অর্থাৎ বিরতি নিতে হবে।
- ইয়ারবাডস ময়লা থাকলে তা থেকে কানের রোগের আশঙ্কা থাকে। তাই ইয়ারবাডস নিয়ম করে রোজ পরিষ্কার করতে হবে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Mishti Dahi Recipe: চিনি পাতা দই বাড়িতে পাতুন, কী করলে জমাট হবে বেশি, স্বাদেও আহা !
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।