বীরভূম : অনুব্রত মণ্ডল জেলে। বীরভূমে দাঁড়িয়ে কেষ্টর অনুপস্থিতিতে তাঁকে ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর নাম না করে অমিতের কটাক্ষ, 'তৃণমূলের একের পর এক নেতা এখন জেলের গরাদের পিছনে। দিদির দাদাগিরির জন্যেই একের পর এক তৃণমূল নেতা জেলে'।
গরু পাচার মামলায় জেলে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal), সিউড়ির সভা থেকে তা নিয়েও হুঙ্কার অমিত শাহর। বিজেপি (BJP) নেতার হুঙ্কার 'যাঁকে জেলে ঢুকিয়েছে ভারত সরকার, তিনি এখনও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় নন, একমাত্র নরেন্দ্র মোদিই গরুপাচার, দুর্নীতি, অনুপ্রবেশ রুখতে পারেন'।
দুর্নীতি থেকে রাজনৈতিক হিংসা। সিউড়ির সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহর। ২০২৪-এ বাংলা থেকে ৩৫টি আসন দিন। পঁচিশের আগেই বাংলায় সরকার পড়ে যাবে। হুঙ্কার অমিত শাহর। যার পর সিউড়িতে বিজেপির পার্টি অফিসে স্ট্র্যাটেজি বৈঠকেও যোগ দেন তিনি। সভা থেকে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গেও সরব হন তিনি। সুর চড়িয়ে অমিত বলেন, 'চাকরি চুরি হচ্ছে, মোদিজি জেলে পাঠালেই বলে অত্যাচার হচ্ছে। যারা দুর্নীতিগ্রস্ত, তাদের তো জেলে পাঠাতেই হবে। দিদি আর ভাইপো, আপনারা যা খুশি করে নিন, বিজেপির লড়াই থামবে না। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিটলারের মতো শাসন সহ্য করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিন, এবার মুখ্যমন্ত্রী হবে বিজেপির।'
পঞ্চায়েতের আগে বীরভূমের সিউড়ির সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি অমিত শাহর। লোকসভার কথা বলে অমিতের বক্তব্য, '২০২৪-এ বিজেপিকে ৩৫টি আসন দিন।২০২৫-র আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। বাংলায় যেভাবে দুর্নীতি চলছে, তার একমাত্র দাওয়াই বিজেপি। বাংলায় বুয়া-ভাতিজা হঠাতে বিজেপিই একমাত্র দাওয়াই।মোদিজিকে ৩৫টি আসন দিন, শান্তিতে রামনবমীর মিছিল হবে। যার পাল্টা তৃণমূলের আক্রমণ রাজ্যে সরকার ফেলার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। বাংলায় ফের পরিযায়ী পাখির আগমন, স্বপ্ন দেখতে আপত্তি নেই, অমিত শাহকে পাল্টা খোঁচা তৃণমূলের (TMC)।
আরও পড়ুন- ' আপনার ঘৃণার কর্মসূচিতে কেউ আগ্রহী নয়,অন্য কোথাও গিয়ে বিষ ছড়ান ' শাহকে আক্রমণ তৃণমূলের
তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সুকান্ত মজুমদার -শুভেন্দু অধিকারী প্রশংসাও করেন অমিত শাহ। 'বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা' বলেও উল্লেখ করেন তিনি।