কলকাতা: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2023)। ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। আর সেই সভা থেকেই তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একযোগে কটাক্ষ করলেন পুলিশ প্রশাসনকেও হুঁশিয়ারির সুরে তিনি বললেন, 'ঝান্ডা আর ডাণ্ডাকে ঠান্ডা করবে বিজেপি।'


তৃণমূলকে আক্রমণ সুকান্তর: এদিন রাজ্য বিজেপির সভাপতি বলেন, "মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো অমিত শাহর ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না। ভয় পাচ্ছেন, ভাবছেন ধরে নিয়ে যাবে। পুলিশ প্রশাসন বাধা দিয়েছে, এদের চিনে রাখুন। ঝান্ডা আর ডাণ্ডাকে ঠান্ডা করবে বিজেপি। লোকসভা ভোটে অমিত শাহর ৩৫ আসনের লক্ষ্যমাত্রা পার করব। এই বার, ৩৫ পার।'


এদিনের সভা থেকে অমিত শাহ বলেন, “২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে। ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে। ভোট-হিংসা সবথেকে বেশি হয় বাংলায়। অনুপ্রবেশ বন্ধ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্য়ায় সংসদে অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তিনিই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড করে দিচ্ছেন।'' মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অমিত শাহ বলেন, "যে বাংলায় রবীন্দ্র সঙ্গীত শোনা যেত, সেখানে বোমার শব্দ শোনা যায়। আমি গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি। যে বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত, সেই বাংলাকে দিদি ধ্বংস করে দিয়েছেন।''


পাশাপাশি বদলার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'মোদিজির পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেট আত্মসাৎ করেছে। বিজেপি কর্মীদের খুন করেছেন, বিজেপির কর্মীরা প্রত্যেক খুনের বদলা নেবেন। ভোট দিয়ে রাজনৈতিক হত্যার বদলা নেবেন বিজেপি কর্মীরা।' শুধু তাই নয়, মমতা বন্দ্য়োপাধ্যায় দেশের নাম বদনাম করেছেন বলে এদিন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, 'দেশে বাংলার বদমান করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে।ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে।এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে। যারা নিজেরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁরা দুর্নীতি দূর করতে পারবে না।' তাঁর অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্য়ায় মোদিজিকে উন্নয়ন করতে দিচ্ছেন না।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: কালো পোশাক পরে বিধানসভার বাইরে TMC বিধায়কদের বিক্ষোভ, যোগ দিলেন মুখ্যমন্ত্রী