কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল (TMC)। কালো পোশাক পরে বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের বিধায়করা। বিক্ষোভ সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল: ধর্মতলায় অমিত শাহ-র (Amit Shah) সভার দিনই তৃণমূল বনাম বিজেপির মধ্যে যুদ্ধ চরমে। কার্যত তপ্ত বঙ্গ-রাজনীতি।বিজেপির পাল্টা একইদিনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিল তৃণমূল। ধর্মতলায় অমিত শাহের সভার আগের দিন অর্থাৎ গতকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, বিধানসভা চত্বরে শুরু হয়েছে তৃণমূলের তিন দিনের প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ের জন্য এই বিক্ষোভ কর্মসূচি। আজ ছিল তার দ্বিতীয় দিন। কালো পোশাক পরে বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির পাশে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।               


১০০ দিনের কাজের প্রাপ্য নিয়ে এদিন সরব হন মমতা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, "দিনের পর দিন ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পেলেন না, তাঁদের জন্য় বুক কাঁদে না এঁদের। লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন এঁরা।" বিজেপি-কে কটাক্ষ করে মমতা আরও বলেন, "যাদের আছে ভূরি ভূরি, সেই করে বেশি চুরি। গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। সব গেরুয়া করে দিয়েছে।" পাশাপাশি এদিন রাজ্য বিধানসভায় নাম না করে বিজেপি-কে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। বিধায়কদের বেতনবৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, "আমার কাছে দিনের পর দিন বিধায়করা কম বেতনের কথা জানিয়ে এসেছেন। যাঁদের পকেট ভর্তি, যাঁরা কোটি কোটি টাকার বিধায়ক, তাঁদের বেতন লাগে না। কিন্তু আমার অনেক বিধায়ক রয়েছেন, যাঁরা চাষ করেন। তাঁদের কথা কিন্তু কেউ বলেন না!"                               


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jadavpur University Ragging: ফের যাদবপুরে ব়্যাগিংয়ের অভিযোগ! কর্তৃপক্ষকে চিঠি পড়ুয়ার