কলকাতা: শহরে এসে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্নীতি মামলায় নাম জড়ানো পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অনুপ্রিয় মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকদের দল থেকে সাসপেন্ড করে দেখান তৃণমূল নেত্রী, চ্যালেঞ্জ শাহের। তাঁর দাবি, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নাম যাতে সামনে এসে না পড়ে, তার জন্য মমতা এখন দুর্গানাম জপ করছেন। (Amit Shah Kolkata Rally)
বুধবার ধর্মতলার জনসভায় মমতাকে চ্যালেঞ্জ ছোড়েন শাহ। তিনি বলেন, "দুর্নীতির দায়ে জেলে রয়েছেন পার্থ, অনুব্রত, জ্য়োতিপ্রিয়। ক্ষমতা থাকলে দল থেকে সাসপেন্ড করুন এঁদের। মমতা বন্দ্য়োপাধ্যায় এখন দুর্গানাম জপ করছেন, যাতে এঁরা ভাইপোর নাম মুখে না আনেন।" নিয়োগ দুর্নীতিতে এর আগে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়, তাও এদিন ছুঁয়ে যান শাহ। দেশের কোথাও এত টাকার বান্ডিল কেউ দেখেননি বলে মন্তব্য করেন। (Amit Shah Kolkata Visit)
মমতাকে আক্রমণ করে শাহ আরও বলেন, "আমি গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি। যে বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত, সেই বাংলাকে দিদি ধ্বংস করে দিয়েছেন। মোদিজির পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেট আত্মসাৎ করেছে।" শাহের কথায়, "দুর্নীতিগ্রস্ত তৃণমূল বাংলার ভাল করতে পারবে না। কমিউনিস্টরাও বাংলার ভাল করতে পারবে না, আর কংগ্রেস তো তৃণমূলকে ধরে রয়েছে।"
আরও পড়ুন: Amit Shah Speech: ২০২৪এ মোদিকে ক্ষমতায় ফেরানো, ২৬এ বাংলা থেকে মমতাকে উৎখাত করার ডাক শাহর
শাহ বলে যান, "এরা কেউ ভাল করতে পারবে না বাংলার। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ একমাত্র মোদিজির নেতৃত্বে বিজেপি-ই করতে পারে। তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করুন। ২০২৬০-এ দুই তৃতীয়াংশ সমর্থনে বাংলায় বিজেপি-কে সরকার গড়তে দিন। বাংলার উন্নয়নই মোদিজির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মমতাদি উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন। '২৪-এ ফের মোদিকে আনুন, যাতে শপথ নিয়ে মোদি বলতে পারেন বাংলার জন্যই তিনি জিতেছেন।"
শাহ যখন ধর্মতলায় এই মন্তব্য করছেন, সেই সময় রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মমতা। নাম না করে নিশানা করেন বিজেপি-কেও। একই সঙ্গে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয়ের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনায় রথীন ঘোষ, তাপস রায় এবং পার্থ ভৌমিক-সহ সাত জনের কোর কমিটিও গড়ে দেন মমতা। বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিক নেই। তাই সাংগঠনিক কাজে কিছু অসুবিধে হচ্ছে। নিজেদের মধ্যেকার বিবাদ মেটান। বাড়তি দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে।" জ্যোতিপ্রিয়ের অনুপস্থিতিতে তৃণমূলের সংগঠনের দিকে নজর দিতেও বলেন মমতা। সকলকে নিয়ে চলার বার্তা দেন হাজি নুরুলকে।