মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে দুষ্কৃতী তান্ডব, ভাঙচুর, বোমাবাজি, টাকা লোপাটের অভিযোগ উঠল।  শাসক দলের অভিযোগ, এলাকায় আতঙ্ক তৈরি করতে হামলা চালিয়েছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। এদিকে, হামলা চালানোর অভিযোগে পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছে।


দুর্গাপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অধীন কুরুরিয়া ডাঙাল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢুকে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ওঠে । অভিযোগ, ভেঙে দেওয়া হয় দলীয় কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র। দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে আলমারির লক ভেঙে দিয়ে নগদ প্রায় দশ হাজার টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ। আলমারি থেকে নাকি খোয়া যাবে গুরুত্বপূর্ণ নথিও।  অভিযোগ  স্থানীয় তৃণমূল নেতৃত্বের।


আরও পড়ুন :


দোলের দিন দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগ করতে গিয়ে ক্লাব সদস্যদের মধ্যেই গন্ডগোল !


স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলেছে, দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজিও করা হয়। শুক্রবার দোলের দিন বিকেলে এই ঘটনার জেরে প্রথমদিকে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে পুলিশ পৌঁছে  পরিস্থিতি সামলে দেয় । কিন্তু শুক্রবার রাতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে । বহিরাগত কিছু যুবক বাইক নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে যায় আর তার পরই ফের উত্তপ্ত হয় পরিস্থিতি।


তৃণমূল নেতাদের অভিযোগ, এই বাইক বাহিনী দুর্গাপুরেরই মেন গেট এলাকার বিজেপি কর্মীদের। এদিকে, হামলা চালানোর অভিযোগে পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছে। ধৃতের নাম  সাগর বাউড়ি। 


 বিজেপি বাজার গরম করতে এই অশান্তি তৈরী করছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ। অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। পুলিশকে সিসিটিভি ফুটেজ দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক অভিজিত দত্তের অভিযোগ, 'এই ওয়ার্ডটি প্রাক্তন মেয়র দিলীপ অগস্থির ওয়ার্ড, বর্তমান মেয়র বনাম প্রাক্তন মেয়রের অনুগামীদের দ্বন্দ্বকে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের কর্যকর্তাদের হেনস্থার চেষ্টা করা হচ্ছে । '   অবিলম্বে এই কাজ বন্ধ না হলে শহর জুড়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে দুর্গাপুর নগর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের কুরুরিয়া ডাঙাল এলাকায়।