সমীরণ পাল, বনগাঁ : দোলের দিন কয়েকটি ক্লাবের সদস্যদের মধ্যে গন্ডগোল, তার জেরে মহিলাদের মারধরের অভিযোগ ঘিরে উত্তপ্ত বনগাঁ। অভিযোগ, শুক্রবার বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মহিলাদের মারধরও করা হয় বলে অভিযোগ।


ঘটনাটি ঘটে শুক্রবার। থানায় নালিশ জানাতে গিয়ে দু’ পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। উভয়পক্ষের কয়েকজন আহত হন। বাধা দিলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। এরপর থানার বাইরে শুরু হয় বিক্ষোভ। বাইরের বিক্ষোভ একসময় পৌঁছে যায় থানার ভিতরেও।


বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে  এই সমস্যা সামাল দিতে পুলিশ রীতিমতো  হিমশিম খায়। তবেএখনও পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। তবে এলাকা বেশ থমথমে। 


আরও পড়ুন : 


মাইক বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের তুমুল সংঘর্ষ, জখম ৭

অন্যদিকে ,উত্তর ২৪ পরগনার বসিরহাটে শুক্রবার স্টেশন সংলগ্ন এলাকায় আরপিএফের এক এসআই ও কনস্টেবলের ওপর হামলার অভিযোগ। দুষ্কৃতীরা তাঁদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।


গন্ডগোলের সময় গুলি চালানোর অভিযোগ উঠলেও পুলিশ তা স্বীকার করেনি। তবে এ নিয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেনি কোনও পক্ষই। পুলিশ সূত্রে খবর, স্থানীয় কয়েকজনের সঙ্গে আরপিএফের ওই দুই কর্মীর গন্ডগোল হয়।  তার জেরেই ওই ঘটনা। আরপিএফের দুই কর্মীকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


অন্যদিকে  দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়  উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসুর। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যের অনুগামীরা। মাটি ফেলে উঁচু করা হচ্ছিল নিচু জমি। স্থানীয় সূত্রে খবর, তারই কাজ পাওয়া নিয়ে সংঘর্ষ বেধে যায় দুই গোষ্ঠীর মধ্যে। যার জেরে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকা। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, মাটি ভরাটের কাজ পাওয়া নিয়ে সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান গফ্ফর আলি মোল্লার অনুগামীদের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য সাহাবুল সর্দারের অনুগামীরা। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য।