কলকাতা : পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের ( Panchayat Poll Violence )  প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ( BJP BDO Office )  ঘেরাও কর্মসূচি ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার বাঁধে শুক্রবার । ২১ জুলাই যখন কলকাতায় তৃণমূলের মেগা সমাবেশ, তখনই বিজেপি কর্মীদের সঙ্গে জেলায় জেলায় চলল পুলিশের বচসা, ধস্তাধস্তি।

মহিলা পুলিশ কর্মীর হাতে কামড়ানোর অভিযোগ


সাগর থেকে ধূপগুড়ি। নামখানা থেকে রাজারহাট। কোচবিহার থেকে কাকদ্বীপ। শ্রীরামপুর থেকে গাজোল। পঞ্চায়েত ভোটে কারচুপি ও সন্ত্রাসের প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। শমীক ভট্টাচার্যর নেতৃত্বে রাজারহাটের বিডিও অফিসে বিজেপি কর্মীদের যেতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ব্য়াপক ধস্তাধস্তি হয় বিজেপি নেতা-কর্মীদের। এক মহিলা পুলিশ কর্মীর হাতে কামড়ানোর অভিযোগও উঠেছে। বিজেপির কর্মসূচি শুরুর আগেই জেলায় জেলায় বিডিও অফিসে ১৪৪ ধারা জারি করা হয়। তা উপেক্ষা করেই বিডিও অফিসে পৌঁছন বিজেপি নেতা-কর্মীরা।   


 ব্য়রিকেড ভেঙে বিডিও অফিসে


সাগর বিডিও অফিসে পুলিশের ব্য়ারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে মহিলা বিজেপি কর্মীদের ব্য়াপক ধস্তাধস্তি হয়। ব্য়রিকেড ভেঙে নামখানা বিডিও অফিসে ঢুকে পড়েন বিজেপির মহিলা কর্মীরা। গঙ্গাসাগর রোডের রুদ্রনগরে বেশকিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি। 

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এদিন বলেন,' তৃণমূলের যে স্বেচ্ছাচারিতা পুলিশকে সঙ্গে নিয়ে গণনাকেন্দ্রে যে কারচুপি, জয়ী প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়া, কাউন্টিংয়ের নামে তৃণমূলকে সার্টিফিকেট দেওয়া। এর প্রতিবাদে আমরা বিডিও অফিস ঘেরাও করছি। সেন্ট্রাল ফোর্সকে তৃণমূল ব্য়বহার করতে চায়নি নির্বাচনকে। কেন্দ্রীয় বাহিনীকে বাইরে দা়ড় করিয়ে রেখে অবাধে ভোট লুঠ চলেছে। ' 


বুধবার ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতায় প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ সহ বিজেপির প্রথম সারির নেতারা । কলেজ স্কোয়ারের সভামঞ্চ থেকে বিডিও অফিস অভিযানের ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পক্ষপাতিত্ব থেকে শুরু করে কারচুপি, এবারের পঞ্চায়েত ভোটে, বেনজিরভাবে এমন সব অভিযোগ ওঠে BDO-দের বিরুদ্ধে। একাধিক বিডিও-কে ডেকে পাঠায় কলকাতা হাইকোর্ট। এই ইস্যুকে হাতিয়ার করে BDO-দের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি। এর আগে BDO-দের কালো গোলাপ দেওয়ার কর্মসূচি নেয় গেরুয়া শিবির। এবার আরও একধাপ এগিয়ে তৃণমূলের শহিদ দিবস উদযাপনের দিনই বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি । 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial