দীপক ঘোষ, কলকাতা : বিজেপির মিছিল অথচ নেই দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপিতে এই দ্বন্দ্ব-অসন্তোষ-সংঘাতের আবহেই সোমবার দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ।  কর্মসংস্থানের দাবি ছাড়াও শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান মঙ্গলবার।


থাকছেন না সাংসদ দিলীপ ঘোষ


এই মিছিলে থাকছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা । অথচ থাকছেন না সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যে কর্মসংস্থানের দাবি ও সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে তিন জায়গা থেকে মিছিল করার পরিকল্পনা রয়েছে বিজেপি যুব মোর্চার।  মিছিলে থাকবেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও চাকরিপ্রার্থীদের একাংশের এই মিছিলে অংশ নেওয়ার কথা। অথচ থাকছেন না দিলীপ ঘোষের মতো হেভিওয়েট নেতা।


BJP র নির্বাচনী সাফল্য আসছে না
BJP র নির্বাচনী সাফল্য আসছে না! সংগঠনের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ চলছেই। তবু তারই মধ্যে দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিজ্ঞতা সংঘাত থামছে না। কটাক্ষ - পাল্টা কটাক্ষ চলছেই। সম্প্রতি রাজ্যে দলের দায়িত্ব ভার সামলানো নিয়ে দিলীপ, সুকান্তর তরজা চলছে। সোমবার দিলীপ বলেন, ' আমি বলেছি, সাংগঠনিকভাবে তাঁর ( সুকান্ত ) অভিজ্ঞতা কম। রাজনীতিতে কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে। ' 


অন্যদিকে আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' দিলীপ দা যখন সভাপতি হয়েছিলেন, উনিও নতুন ছিলেন। ৬ মাসের অভিজ্ঞতা ছিল রাজনীতিতে ওঁর। আমার আড়াই বছরের অভিজ্ঞতার পর আমি রাজ্য সভাপতি হয়েছি।' এরই মধ্যে, বঙ্গ বিজেপিতে এই দ্বন্দ্ব-অসন্তোষ-সংঘাতের আবহেই সোমবার দিল্লি যান দিলীপ ঘোষ। তিনি ফিরছেন ২৭ এপ্রিল। তাই মঙ্গলবারের বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানে থাকছেন না তিনি। 

আরও পড়ুন :


 এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কবে বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দফতর