পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : গত ১৫ এপ্রিল থেকে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট । চলছে যৌথ বাহিনীর টহল।  ফের জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক। মঙ্গলবার সকালে বাঁকুড়ার সারেঙ্গার ভুসুদি গ্রাম ও গোয়ালডাঙা বাস স্ট্যান্ডে মাওবাদীদের নামে বেশ কিছু পোস্টার দেখা যায়। কোনও কোনও পোস্টারে কিষেণজির মৃত্যুর বদলা চাওয়ার পাশাপাশি, সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে।


 পোস্টারে কী লেখা 


কোনও পোস্টারে লেখা, এবার তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে। এর আগে রবিবার মাওবাদী সন্দেহে ২ জনকে বোলপুর থেকে গ্রেফতার করে বারিকুল থানার পুলিশ। সোমবার খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 


জঙ্গলমহলে হাই অ্যালার্টের মধ্যেই শনিবার ঝাড়গ্রামে যুবককে গুলি করে বাইক ছিনতাইয়ের অভিযোগ ওঠে । সোমবার সেই ঝাড়গ্রামেই মেলে মাওবাদী পোস্টার। আর জঙ্গলমহলে এই মাওবাদী আতঙ্কের মধ্যেই বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতন থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করে ২ জনকে। ধৃতদের একজন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, অন্যজন বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া। সোমবার খাতরা মহকুমা আদালত ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।  এরইমধ্যে ঝাড়গ্রামে উদ্ধার হয়েছে মাওবাদীদের নামে পোস্টার। গত ২৭ জানুয়ারি বাঁকুড়ার বারিকুলে মাওবাদী সন্দেহে শিবু মুর্মু সহ ২ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করেই বীরভূমে মুস্তাফা কামাল ও অর্কদীপ গোস্বামীর হদিশ মেলে। 


ধৃতদের একজন, টিপু সুলতান ওরফে মুস্তাফা কামাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তন ছাত্র। দ্বিতীয়জন, অর্কদীপ গোস্বামী, বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়া। ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ একাধিক ধারায় রুজু হয় মামলা। 


এর আগে এই মাসেরই ২৩ তারিখে, জোড়া ঘটনায় মাওবাদী আতঙ্ক ছড়াল ঝাড়গ্রামে। চন্দ্রীর মোড়ে যুবককে গুলি করার পর বাইক ছিনতাইয়ের অভিযোগ উঠল। সরডিহায় উদ্ধার হল মাওবাদীদের নামে হুমকি পোস্টার। জেলার পুলিশ সুপারের যদিও দাবি, গুলি করে বাইক ছিনতাইয়ের ঘটনা পারিবারিক বিবাদের জেরে। যা মানতে নারাজ আহত যুবক ও তাঁর পরিবার।