তুহিন অধিকারী, বাঁকুড়া : ফের পৃথক জঙ্গলমহল (Jangal Mahal) রাজ্য চেয়ে সরব বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। অর্জুন সিংহ (Arjun Singh) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) ফেরার পরের দিনই, নেতা কেনাবেচার অভিযোগ তুলে রাজ্য ভাগের পক্ষে সওয়াল করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি। আর বিষ্ণুপুরের বিজেপি সাংসদের যে দাবি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 


সৌমিত্র খাঁয়ের পৃথক জঙ্গলমহল রাজ্য দাবি


বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, 'উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে। আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না? আমার দাবি রইল যে রাঢ়, বর্ধমান থেকে শুরু করে বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম, আসানসোল, এই যে জায়গাগুলো আছে, এইগুলোকে পশ্চিমবঙ্গের কলকাতার বাবুদের কাছে রাখার কোনও মানে হয় না।'


তাঁর সংযোজন, 'নেতা কেনাবেচা থাকবে। কলকাতার বাবুরা নেতা কেনাবেচা করবেন। কিন্তু আলাদা বঙ্গ হলে ক্ষতি কী আছে? আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি, আমাদের নদী সংলগ্ন এলাকার গরিব মানুষদের কাজ না দিয়ে শেষ করেছে। সেই সমস্ত টাকা কালীঘাটে চলে যাচ্ছে। আমরা যদি রাঢ়বঙ্গের মানুষ বীরভূম, বর্ধমান, জঙ্গলমহলের মানুষ বারবার করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহল আমরা আলাদ চাইব না কেন?'


কটাক্ষ তৃণমূলের


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'জেতার আগে তো বলেননি অন্য রাজ্য ৷ জঙ্গলমহল হাসছে। সেখানে উন্নয়ন হচ্ছে৷ আসলে প্রচারের আলোয় থাকতে এসব মন্তব্য। আবার হতে পারে৷ আমি হাত তুলে বসে আছি আমায় নাও আমায় নাও।'


বিজেপি-র লাগাতার রাজ্য-ভাগের দাবি


এই প্রথম নয়। এর আগেও পৃথক জঙ্গলমহল রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে সরব হতে দেখা গিয়েছে সৌমিত্র খাঁকে। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে লাগাতার সওয়াল করে চলেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিতর্কিত বক্তব্যের মধ্যে দিয়ে যে ট্রেন্ড শুরু হয়েছিল, সাম্প্রতিককালে কার্শিয়ঙের বিজেপি বিধায়কের মন্তব্যেও সেই একই সুর শোনা গিয়েছে। 


ক্ষমতার বিকেন্দ্রীকরণে কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা গেলে, বঞ্চিত উত্তরবঙ্গের জন্যও ভাবা উচিত! চলতি মাসে অমিত শার বঙ্গ সফরে শিলিগুড়ির সভামঞ্চ থেকে এই দাবি তুলতে শোনা গিয়েছে একাধিক বিজেপি বিধায়ককে। এই আবহে সৌমিত্র খাঁর পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি রাজ্য ভাগ বিতর্কে নতুন মাত্রা যোগ করল। 


আরও পড়ুন- মমতার মুখোমুখি হচ্ছেন না শুভেন্দু, নবান্নের লোকায়ুক্ত বৈঠক 'এড়ালেন' বিরোধী দলনেতা