কলকাতা: জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে তাতেই সিলমোহর পড়ল। বাংলা থেকে অনন্ত মহারাজকে রাজ্যসভায় (Rajya Sabha Elections) মনোনীত করল বিজেপি (BJP)। পৃথক রাজ্যের দাবিতে সরব, দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজকে (Ananta Maharaj) রাজ্যসভায় মনোনীত করল তারা। বুধবার সেই মর্মে জারি করা হল বিবৃতি। 


আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। বাংলা থেকে রাজ্যসভার ছ'টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন রয়েছে। তার জন্য বুধবারই বিজেপি-র তরফে বিবৃতি দিয়ে অনন্তের নাম ঘোষণা করা হয়। গুজরাত থেকে বাবুভাই জেসংভাই দেসাই এবং কেশরীদেবসিংহ জালাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তারা। 



বাংলা থেকে যে ছ'টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে ছ'টিতে তৃণমূলের জয় একেবারে নিশ্চিত। বাকি একটি আসন পাবে বিজেপি। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার একদিন আগে অনন্তের নামে সিলমোহর পড়ল। বেশ কিছু দিন ধরেই অনন্তের নাম ঘিরে জল্পনা চলছিল। দৌড়ে ছিলেন ভারতী ঘোষ, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্যও। তবে শেষ হাসি হাসলেন অনন্তই। 


আরও পড়ুন: Panchayat Election Result: শুভেন্দুর জেলায় তৃণমূলের দাপট, পঞ্চায়েত ভোটে জোড়াফুলের দখলে জেলা পরিষদ


তবে একদিনে অনন্তকে বেছে নেননি বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। বরং তাঁর সঙ্গে বিজেপি নেতৃত্বের দহরম মহরম বেশ কিছু দিন ধরেই চোখে পড়ছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রচারেও থাকতে দেখা গিয়েছিল অনন্তকে। বাংলা ভাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসা অনন্তের বাড়িতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও। 


অনন্তকে পাশে পেতে তৃণমূলের তরফেও চেষ্টায় ত্রুটি ছিল না বলে জানা যায়। গতবছর ভাইফোঁটায় অনন্তকে শুভেচ্ছাবার্তা এবং উপহার পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সৌজন্য দেখান অনন্তও। তার পর কোচবিহার পুরসভার আমন্ত্রণে রাসমেলার উদ্বোধনী মঞ্চেও দখা যায় তাঁকে। কিন্তু তৃণমূলের সঙ্গে বারবর দূরত্ব বজায় রাখার কথাই বলে এসেছেন অনন্ত।


অনন্তর সঙ্গে সুসম্পর্কে আগ্রহী হলেও, বাংলা ভাগের দাবিকে বারবরই খারিজ করে এসেছে তৃণমূল। যদিও অনন্তের অবস্থান একেবারে উল্টো। 'বাংলা ভাগ হয়েই গিয়েছে' বলেও গতবছর মন্তব্য করেন তিনি। কোচবিহারের মানুষের অধিকার রক্ষায় পৃথক কেন্দ্রশাসিত গ্রেটার কোচবিহারের দাবিও তোলেন তিনি। সেই অনন্তকেই রাজ্যসভার প্রার্থী বেছে নিল বিজেপি।