বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : 'দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি সোমবার সকালে খড়্গপুরে এক দোকানে চা চক্রের আড্ডার শেষে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 'ওঁর সব কাজ উল্টো। চণ্ডীপাঠও উল্টো।'
দেবীপক্ষের শুরুতেই রাজনৈতিক তরজা
পিতৃপক্ষ শেষের পর আপাতত শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে উমাকে বোধনের তোড়জোড়। দৈন্দদিন জীবনের থোড়-বড়ি-খাড়া ভুলে এটকু পুজোর আনন্দে গা ভাসিয়ে তোলার প্রস্তুতি। শরতের আকাশে ফুরফুরে মেজাজ থাকলেও রাজ্য রাজনীতিতে অবশ্য তরজা-ই মধ্যগণনে। রাজ্যের বিরোধী দল বিজেপির পুজোর থিমে দুর্নীতি থেকে নারী নির্যাতন। যা নিয়ে জারি বাগযুদ্ধ। যা অবশ্য শুরু হয়েছে আগে থেকেই। রাজ্যের ক্লাবগুলিকে সরকারের আর্থিক অনুদানের সিদ্ধান্ত থেকেই। যে প্রসঙ্গে আগেই বিরোধীতার সুর শোনা গিয়েছিল বিরোধীদের গলায়। পুজোর ক'দিন আগে যেন সেটাই বাড়ালেন দিলীপ ঘোষ।
'দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করছেন'
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের সাউথ ইনস্টিটিউট এলাকায় একটি চায়ের দোকানে চা চক্রে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেছেন, 'উনি আগে থেকেই ঠিক করেছেন। টাকা দেব, আমার ছবি রাখতে হবে, আমি উদ্বোধন করব। ফিজিক্যাল না হলেও ভার্চুয়াল করব। উনি তা বারবার প্রমাণ করছেন। দুর্গাপূজা মানে হোলসেল। আর সময় নেই বলে উনি পিতৃপক্ষ থেকে শুরু করছেন (উদ্বোধন)। সব কাজ ওঁর উল্টো। চণ্ডীপাঠও উল্টো। টাকা দিয়েছেন এখন উদ্বোধন করতে দিতে হবে। যেদিন বলবেন সেদিনই করতে দিতে হবে। সেটাই করছেন। দুর্গাপুজোর পবিত্রতাকে মমতা ব্যানার্জি নষ্ট করে দিয়েছেন। '
আগাম পুজো উদ্বোধন নিয়ে আগেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছিলেন, ' দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি কর। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। ' পাশাপাশি ইউনেস্কোর তরজা ঘিরে তাঁর খোঁচা ছিল, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বললেন, ' এটা তো আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত? এত বড় মহান ব্যাপারে তুচ্ছ রাজনীতির জায়গা নেই। '
আরও পড়ুন- বাগুইআটির এই পুজোয় এবার স্বাগত জানাচ্ছে রোবট, সেই করবে দেবীবরণও !