শিবাশিস মৌলিক, কলকাতা : প্রথমে জল্পনা ছিল আসবেন অমিত শাহ। তারপর নাম উঠে আসে মিঠুন চক্রবর্তীর। অবশেষে এঁদের দুজনের কেউই নন। বিজেপির পুজো উদ্বোধন হল, ঢাক বাজিয়ে শুভারম্ভ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরই তিনি বললেন, 'সামনেই পঞ্চায়েত নির্বাচন। কোনও মায়ের যেন কোল খালি না হয় রাজ্যে। এই প্রার্থনাই করলাম মায়ের কাছে।'


সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাপুজো এবার তৃতীয় বছরে পড়ল। পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঢাকও বাজান।উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতানেত্রীরা। বিজেপির দুর্গাপুজোর থিম দুর্গতিনাশিনী দশভূজা। যে থিমে রাজ্যের দুর্গতির কথাও তুলে ধরা হয়েছে।  


স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরু পাচারকাণ্ড, যে সমস্ত ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা, তাই প্রতিফলিত হল EZCC-র দুর্গাপুজোর থিমে! দুর্নীতির বিরুদ্ধে পোস্টার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের চারপাশ।


এবছর EZCC-র পুজোয় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার এখানে পুজো করবেন মহিলা পুরোহিত। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সুলতা মণ্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুলতা মণ্ডল। এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

আর এই পুজোর মরশুমেও উঠে এল ভোট-হিংসার প্রসঙ্গ। পঞ্চায়েত ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়। সল্টলেক EZCC-তে দলের দুর্গাপুজোর উদ্বোধন করে বললেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে বিজেপি বিদায় হলেই আসল দুর্গতি নাশ হবে। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। উৎসবের মরশুম শেষে ঢাকে কাঠি থেমে গেলে, রাজনৈতিক দলগুলির নির্বাচনী তৎপরতার দামামা যে বেজে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 


আরও পড়ুন, মহাষষ্ঠীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


 কলকাতার পুজোর নির্ঘণ্ট দেখুন একনজরে


মহালয়া  ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার


মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার


মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার


মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার


মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার


মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার


মহাদশমী  ৫ অক্টোবর ২০২২ বুধবার


কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার