সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও আশাবুল হোসেন, কলকাতা : বাংলায় গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে হাওড়া, দুর্গাপুর ও বাঁকুড়ায় মিছিল করল বিজেপি। দুর্গাপুরে মিছিলে একসঙ্গে পা মেলালেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। হাওড়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্ব হল মিছিল। প্রাসঙ্গিকতা হারিয়ে রাজনীতিতে ভেসে থাকার মরিয়া চেষ্টা, গেরুয়া ব্রিগডকে আক্রমণ তৃণমূলের।


তৃণমূলের বিরুদ্ধে হিংসার রাজনীতির অভিযোগে বুধবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করল বিজেপি। এদিন বিকেলে কদমতলা বাসস্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার মিছিল করে গেরুয়া ব্রিগেড। মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০২৪-এ লোকসভা-বিধানসভা ভোট একসঙ্গে হবে। তৃণমূল সাফ হয়ে যাবে। আমরা হিংসামুক্ত রাজনীতি চাই।


আরও পড়ুন ; "নেতাদের ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন", আলুর দামবৃদ্ধি নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপের


রাজ্যে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে বিজেপির মিছিল হয় দুর্গাপুরেও। কোকওভেন থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামপুর মোড়ে। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি বলেন, রাজ্যজুড়ে সন্ত্রাস, খুন, তোলাবাজি চলছে। শিল্প নেই, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে। একের পর এক আমাদের লোক খুন হচ্ছে।


হিংসামুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে বাঁকুড়া শহরেও মিছিল করে বিজেপি। লালবাজার হিন্দি স্কুলের মাঠ থেকে মাচানতলা পর্যন্ত মিছিলে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ। ছিলেন জেলার ৫ বিধায়কও। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, সারা রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা চলছে, তার বিরুদ্ধে সরকারকে জাগ্রত করতেই এই কর্মসূচি।


যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক ও মুখপাত্র তাপস রায় বলেন, বিজেপি ঐক্যবদ্ধ কোনওদিন হতে পারবে না, মতানৈক্য প্রকট হচ্ছে। তাই ভেসে থাকতে মাঝে মধ্যে নানা কিছু করতে হয়।


আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি।