কলকাতা: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকেও (President) নিশানা মন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”
এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে। অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। টুইটারে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন।"
এদিকে, রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। সমালোচনার মুখে পিছু হটলেন কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, "আমি রাষ্ট্রপতিকে কোনও কটাক্ষ করিনি। আমি একটা উদাহরণস্বরূপ বলেছি। আমিও সংবিধানের লোক। শুভেন্দু অধিকারী তো বলেছেন আমাকে কাকের মতো দেখতে, হাফ মন্ত্রী ইত্যাদি। আমি এও বলেছি রাষ্ট্রপতিকে আমি সম্মান করি। দেখতে খারাপ এটা নিয়ে তো মন্ত্রী পদের কোনও যোগ নেই। এটা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। সাংবিধানিক প্রধানকে আমি কটাক্ষ করতে পারিনা"।
আরও পড়ুন, ‘আন্দোলন অপরাধ নয়’, ৩০ জন চাকরিপ্রার্থীকে জামিন দিয়ে কড়া মন্তব্য বিচারকের
এর আগে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতারই হাত, পাঁজর ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন অখিল গিরি। তিনি বলেন, "শুভেন্দু একটু বাড়াবাড়ি করছে সেন্ট্রাল বাহিনী নিয়ে। হাত ভেঙে দেব, পাঁজর ভেঙে দেব। শুধু মমতা ব্যানার্জি একটা ইঙ্গিত করছেন না বলে, বাংলায় অশান্তি মমতা চান না বলে। মমতা ব্যানার্জি শুধু বামদিকে মাথা নাড়াবেন, ওঁর পাজর ভেঙে দেব, হাত ভেঙে দেব।"