দোহা: টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাঁদের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল। কেন তাঁদের ট্রফির দাবিদার বলা হচ্ছে, সোমবার তা প্রমাণ করে দিলেন হ্যারি কেনরা (Harry Kane)। ইরানকে ৬ গোলের মালা পরিয়ে বিশ্বকাপে (FIFA World Cup 2022) নিজেদের অভিযান শুরু করল ইংল্যান্ড। ৬-২ গোলে ইরানকে হারাল ইংল্যান্ড (Iran vs England)।


ম্যাচের ৩৫ মিনিটে থ্রি লায়ন্সদের হয়ে প্রথম গোল করেন বেলিংহ্যাম। ইরান বক্সের বাঁদিক থেকে লিউক শ ক্রস বাড়ান। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় লাফিয়ে হেড করে বল জালে জড়িয়ে দেন জুড বেলিংহ্যাম। ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড। গোল খেয়ে চাপে পড়ে যায় ইরান। ৪৩ মিনিটের মাথায় কর্নার পায় ইংল্যান্ড। লিউক শ-র আউটস্যুইঙ্গিং শট হেড দিয়ে নামিয়ে দেন হ্যারি ম্যাগুয়্যার। সেই বল থেকে বাঁপায়ের দুরন্ত শটে গোল করেন বুকায়ো সাকা।


প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল পায় ইংল্যান্ড। গোল করেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধে ৩-০ এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তখনই বোঝা গিয়েছিল যে, বড় ব্যবধানে জিতবে ইংল্যান্ড। 


দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় ফের গোল সাকার। আর্সেনালের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন। সেই ছন্দই ধরে রাখেন সাকা। ইরানের বক্সে ঢুকে পড়ে তিনজন ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে বাঁদিকের কোণা দিয়ে বল জড়িয়ে দেন জালে। তবে পরের মিনিটেই কিছুটা খেলার গতির বিরুদ্ধে গোল হজম করে ইংল্যান্ড। টারেমির শট বারে লেগে গোললাইন ক্রস করে যায়। 


 




৭১ মিনিটে ব্যবধান বাড়ান মার্কাস ব়্যাশফোর্ড। ম্যাচের শেষ লগ্নে জ্যাক গ্রিলিশ ইরানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। ৬-১ এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্যবধান কমায় ইরান। গোল করেন টারেমি। শেষ পর্যন্ত ৬-২ গোলে ম্যাচ জেতে থ্রি লায়ন্সরা।


আরও পড়ুন: ঝাঁ চকচকে রুম, কাতারে মেসির অন্দরমহলে উঁকি মারবেন?