দীপক ঘোষ  ও আশাবুল হোসেন, কলকাতা: পেট্রল–ডিজেলের দাম কমানো নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করল বিজেপি (BJP)। পেট্রলে (Petrol) লিটার পিছু ১০ টাকা ও ডিজেলে লিটার পিছু ৫ টাকা করছাড়ের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। রাজ্য সরকার দাবি না মানলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছে তারা। 


বিজেপির হুঁশিয়ারি:
রাজ্য সরকার দাবি না মানলে নবান্ন অভিযান করার হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'আমরা রাজ্যকে ১৫ দিন সময় দিচ্ছি। তার মধ্যে সিদ্ধান্ত ঘোষণা না হলে আমরা আমাদের নবান্ন অভিযান কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করব।' তিনি আরও বলেন, 'পেট্রল - ডিজেলে কর কমিয়ে মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার তার ভূমিকা পালন করছে না।'


তৃণমূলের কটাক্ষ:
পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। দলের নেতা তাপস রায় বলেছেন, 'বিভিন্ন প্রকল্পে রাজ্যে টাকা কাটছাঁট করছে কেন্দ্র। সুকান্ত মজুমদার বাংলার সাংসদ হয়ে আগে সেটা ফেরত দেওয়ার জন্য আওয়াজ তুলুন। তারপর কথা বলবেন।' তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'কেন্দ্র ট্যাক্স নিচ্ছে বেশি। আগে সেটা সমান করুক। আর কেন্দ্র দল বলছে কাটছাঁট করুক। এটাক কী করে সম্ভব! আমরা বারবার বলছি যে ৯৭ হাজার কোটি টাকা বকেয়া আছে, তা আগে মেটাক। তাহলে রাজ্য তেলে কোনও কর নেবে না।'


অর্থমন্ত্রকের দাবি:
মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ট্যুইট করে দাবি করা হয়, চলতি বছরের মে মাস পর্যন্ত GST বাবদ সব রাজ্যের বকেয়া পুরোটাই মিটিয়ে দিয়েছে তারা। সেই তালিকায় নাম রয়েছে বাংলারও।  এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার GST বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ট্যুইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্য জিএসটি ক্ষতিপূরণ বাবদ পাচ্ছে ৬ হাজার ৫৯১ কোটি টাকা। আর এই তথ্যকে হাতিয়ার করে জ্বালানি তেলের দাম কমানো ইস্যুতে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। 


কমেছে জ্বালানির জ্বালা:
সম্প্রতি প্রতি লিটার পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্র। তারপর থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম কমে হয়েছে ১০৬ টাকা ৩ পয়সা। আর লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রায় ৯৩ টাকা। গেরুয়া শিবিরের অভিযোগ, কেন্দ্র দু-বার পেট্রোল-ডিজেলে শুল্ক কমালেও, রাজ্য সরকার ভ্যাট কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার পথে হাঁটেনি। সেই অভিযোগ উড়িয়ে সম্প্রতি পাল্টা সরব হন মুখ্যমন্ত্রী। 


এর আগে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, 'কেন্দ্র যে কর ছাড় দিয়েছে, তাতে রাজ্যেরও ভাগ আছে। রাজ্যের কোষাগার থেকে ১১৪১ কোটি টাকা যাচ্ছে। অথচ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ৬৪১.৪৫ কোটি, আমরা লস করছি।'


আরও পড়ুন: প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ টাকা, উদ্বোধনে একা মুখ্যমন্ত্রী কেন? প্রশ্ন রেলের