মুম্বই: আইপিএলের দারুণ পারফর্ম করে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তরুণ এই লেগস্পিনার এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলছিলেন। ২১ উইকেটও ঝুলিতে পুরে নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স থেকে দিল্লি শিবিরে যোগ দিতেই পুরনো ছন্দের কুলদীপকে (Kuldeep Yadav) পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন কুলদীপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ কুলদীপের জন্য। কিন্তু বোর্ডের নির্বাচকমণ্ডলীর সূত্র বলছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে কুলদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার একমাত্র কারণ যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইয়ের উপস্থিতি।


কুলদীপের রাস্তা কতটা কঠিন?


নির্বাচকমণ্ডলীর তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''অবশ্যই কুলদীপের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়াটা একটু কঠিন হতে পারে। ওকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে। আইপিএলে অবশ্যই দারুণ পারফর্ম করেছে কুলদীপ। কিন্তু চাহাল ও বিষ্ণোইও দুর্দান্ত খেলেছে। তাই অবশ্যই কুলদীপের পথটা কিছুটা কঠিন।''


আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্বাচকরা বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন। তার বদলে কে এল রাহুলের নেতৃত্ব একেবারে তরুণ একটি দল খেলতে নামবে প্রোটিয়াদের বিরুদ্ধে, এমন বলাই যায়। সেই দলে রয়েছেন কুলদীপ। আবার যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইও রয়েছেন। জাতীয় দলের জার্সিতে একটা সময় ছিল যখন কুলদীপ ও চাহাল মিলে ২ জনেই প্রতিপক্ষের ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরাতেন। কুল-চা জুটিকে অনেকদিন ধরেই আর একসঙ্গে দেখা যায় না।


বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কুলদীপের আগে অবশ্যই রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের নামও ভেসে আসবে। তাই দক্ষিণ আফ্রিকা সফর থেকে প্রতিটি ম্যাচই নিজের কেরিয়ার বাঁচানোর ম্যাচ হিসেবে দেখতে হবে কুলদীপকে ও দুর্দান্ত পারফরম্যান্স করতেই হবে।