কলকাতা: তৃণমূল (TMC) সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা কৌশল হিসেবে এবার দলের মহিলা মোর্চাকে বাড়ি বাড়ি প্রচারে নামাচ্ছে বিজেপি (BJP)। মহিলাদের জন্য মোদি সরকারের প্রকল্পের প্রচার করার পাশাপাশি এরাজ্যে মহিলাদের দুরাবস্থার অভিযোগে সরব হবে বিজেপির মহিলা মোর্চা।           


প্রচারের নয়া কৌশল: একুশের বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা তৃণমূলকে যথেষ্ট ডিভিডেন্ড দিয়েছিল বলেই মত পর্যবেক্ষকদের। ক্ষমতায় এসে সেই প্রকল্প চালু করে দেয় তৃণমূল সরকার। এবার লোকসভা ভোটের আগে সেই প্রকল্পের পাল্টা কৌশল হিসেবে দলের মহিলা মোর্চাকে বাড়ি বাড়ি প্রচারে নামাচ্ছে বিজেপি।                          


কীভাবে প্রচার?                        


একদিকে, মহিলাদের জন্য মোদি সরকারের প্রকল্পের প্রচার করবেন। অন্যদিকে, এরাজ্যে মহিলাদের দুরাবস্থার অভিযোগে সরব হবেন। ২০১১-র জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে পুরুষ-মহিলার অনুপাত ১০০০:৯৫০। অর্থাৎ হাজার জন পুরুষ-পিছু মহিলার সংখ্য়া ৯৫০। এই প্রেক্ষাপটে, পশ্চিমবঙ্গের ভোটে মহিলা ভোটারদের ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। আর লোকসভা ভোটের আগে সেই ভোটব্য়াঙ্ককেই টার্গেট করছে গেরুয়া শিবির। একদিকে ১০ বছরের সাফল্য, অন্যদিকে রাজ্য সরকারের ১৩ বছরের ব্যর্থতা তুলে ধরাই মূল লক্ষ্য বিজেপির মোর্চা ভিত্তিক এই প্রচার অভিযানের।                                                       


 তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে মহিলা মোর্চার পাশাপাশি কিষাণ মোর্চা  এবং যুব মোর্চাকেও পথে নামাচ্ছে বিজেপি। আন্দোলনের জন্য, মোর্চা ভিত্তিক টাস্ক বেঁধে দিয়েছে গেরুয়া ব্রিগেড। বিজেপির কিষাণ মোর্চা ইতিমধ্যেই একাধিক জেলায় নিজেদের কর্মসূচি নিয়েছে। শুধু সভা করাই নয়, আলু চাষে ক্ষতিগ্রস্তদের আলুর বীজ বিলিও করছে তারা। কর্মসংস্থানের দাবিতে ইতিমধ্যেই একাধিক ধর্না-আন্দোলন করেছে বিজেপির যুব মোর্চা। এবার, দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন আরও তীব্র করবে তারা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Corona Update: বর্ষশেষে ফের করোনা আতঙ্ক, মোকাবিলায় একাধিক পদক্ষেপ রাজ্যের