সন্দীপ সমাদ্দার,পুরুলিয়া: 'দ্য কেরালা স্টোরি' দেখতে না পেয়ে এবার জেলার প্রেক্ষাগৃহে বিক্ষোভ। বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story Banned) । সম্প্রতি সাংবাদিক বৈঠকে 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story Banned) ছবিটি ব্যান করে দেবার প্রতিবাদে, আজ বেলা এগারোটা নাগাদ পুরুলিয়া শহরের মাল্টিপ্লেক্সের সিনেমা হলে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা।
প্রসঙ্গত ইতিমধ্য়েই 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার বিরুদ্ধে মুখ খুলেছেন দিলীপ ঘোষ-সহ বিজেপির শীর্ষ নের্তৃত্ব। পাশাপাশি এনিয়ে বিরোধীতা করেছেন শাবানা আজমি। নিষিদ্ধ ঘোষণার পরদিন থেকেই দর্শকদের তুমুল বিক্ষোভ দেখা যায় শহরের প্রেক্ষাগৃহগুলিতে। এমনকি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির দিকেও মোড় নেয় উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায়। এমনকি শহরের একটি প্রেক্ষাগৃহের সেই ঘটনার ভিডিও আপলোড করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন অমিত মালব্য। ট্যুইটে তিিন বলেছিলেন, 'নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। মানুষকে সিনেমা দেখতে যাওয়ার জন্যও লাঞ্চিত হতে হচ্ছে।'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরদিন থেকেই শহর থেকে হোর্ডিং খুলে নেওয়া হয়। সিনেমাহলগুলিতে আর দেখানো হচ্ছে না। এদিকে অনেকেই আগাম অনলাইনে টিকিট কেটে বসে রয়েছেন। এদিন 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story Banned) দেখতে সেই মতোই নিষিদ্ধ ঘোষণার পরদিনই বেলঘড়িয়া রূপমন্দির সিনেমা হলের দিকে রওনা হয়েছিলেন অনেকেই। এরপরেই ঘটনা মোড় নেয়। শুরু হয় তুমুল উত্তেজনা। বিক্ষোভ দেখায় দর্শক। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল পুলিশ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। সিনেমা দেখতে না পারায়, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি পর্যন্ত হয় উত্তেজিত দর্শকদের সঙ্গে সেদিন।
'দ্য কেরালা স্টোরি' ঘোষণার দিন সাংবাদিক বৈঠকে মমতা বলেছিলেন, 'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। কেরলে সিপিএম সরকার চুপ কেন? বিজেপির সঙ্গে যোগসাজশ আছে। বিরোধী দলকে বুলডোজ করার অধিকার কে দিয়েছে? শাসক দলের শান্তি বজায় রাখাই কর্তব্য। কিন্তু মণিপুরের শাসক দলই অশান্তি তৈরি করেছে। বাংলায় কখনও এই ধরনের ঘটনা ঘটবে না।'
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
এই নির্দেশের পর দিলীপ ঘোষ বলেছিলেন, উনি যেটা বলছেন, তার তো উল্টো হচ্ছে, অন্য সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। যেটা সত্য, সেটাই তুলে ধরা হয়েছে। এরকম ঘটনা বিশ বছর ধরে কেরালায় হচ্ছে। লাভ জিহাদ থেকে শুরু করে এই যে তথ্য এসেছে, আদালতও মেনে নিয়েছে। উনি কেন ভয় পাচ্ছেন ? যেদিন বেঙ্গল স্টোরি তৈরি হবে তখন কী করবেন উনি ?' প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?