শিবাশিস মৌলিক, কলকাতা : ছোট থেকে বড়পর্দা। দর্শকের কাছে অঞ্জনা বসু মানেই পর্দায় একচ্ছত্র দাপট। ছোটপর্দা থেকে বড়পর্দা, বেশিরভাগ ক্ষেত্রেই দাপুটে ব্যক্তিত্বময়ী মহিলার চরিত্রে নজর কাড়েন তিনি। একাধারে তিনি অভিনেত্রী , অন্যদিকে বিজেপির ( BJP ) বহুদিনের কর্মী ও জনপ্রিয় মুখ। এবার সন্দেশখালিকাণ্ডে মুখ খুললেন তিনি। সন্দেশখালিকাণ্ডের তীব্র নিন্দা করলেন অঞ্জনা ( Anjana Basu ) । 


তিনি বললেন, 'যেভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে, জানিনা কোন বর্বর রাজ্যে বাস করছি। সন্দেশখালির ঘটনা গোটা পৃথিবীর সমস্ত মহিলার চোখ লজ্জায় বন্ধ করে দিয়েছে' । একই সুরে রবিবার দিল্লির বৈঠকে কথা বলেছেন বাংলার আরেক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছিলেন , ' ভোটের জন্য় মমতা ক্রিমিনাল লোকদের আশ্রয় দিচ্ছে।..আমাদের মহিলা মুখ্য়মন্ত্রী মমতা ব্য়ানার্জি বিধানসভায় দাঁড়িয়ে গুন্ডা ক্রিমিনাল শেখ শাহজাহানকে সমর্থন করছে। পশ্চিমবঙ্গের আসল চিত্র সন্দেশখালি। সারা পশ্চিমবঙ্গই এখন সন্দেশখালি হয়ে গেছে। ' 


একইভাবে অঞ্জনা বসু প্রশ্ন তুলেছেন, 'তৃণমূল সভা করতে পারে, কিন্তু বিরোধীদের সন্দেশখালিতে ঢুকতে বাধা দেওয়া হয়। তৃণমূল বলছে, সিপিএম-বিজেপির চক্রান্ত। তৃণমূল ভুলে গেছে, জনরোষকে কখনও ৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে কেনা যায় না'। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাজ্য সরকারি প্রকল্পের প্রচারকদের বাড়ি থেকে ফেরত পাঠিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁরা বলেন, টাকা নয়, সম্ভ্রম চাই। আগে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। ' আশ্বাস ছিল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, জাতিগত শংসাপত্র সংক্রান্ত কোনও পরিষেবা পেতে সমস্যা হলে, জানালেই দ্রুত সুরাহা হয়ে যাবে। কিন্তু থমথমে সন্দেশখালিতে সেই ধামসা, মাদল আর বাঁশির সুরকে ছাপিয়ে যায় আতঙ্কে মুখ ঢাকা গ্রামবাসীদের ভয় আর ক্ষোভ। 


 অঞ্জনা বসু  এবিপি আনন্দকে এদিন বলেন, 'ইডির অভিযানের পর শেখ শাহজাহান পালিয়ে যেতেই সাহস পেয়েছিলেন সন্দেশখালির মহিলারা। ১৩ বছর ধরে যে অত্যাচার হয়েছে তাঁদের ওপর, সাহস করে সে বিষয়ে সরব হয়েছিলেন সন্দেশখালির মহিলারা।  সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় যে সমস্ত বিশিষ্টজন রাস্তায় নেমেছিলেন, তাঁরা এখন কেন চুপ? সন্দেশখালির পাশে দাঁড়িয়ে এখন সরব হচ্ছেন না কেন? কেন চুপ রয়েছেন? মা-মাটির সরকারের সময় মায়ের সম্মান তো মাটিতে মিশে যাচ্ছে' মন্তব্য করেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী অঞ্জনা বসু।  


সম্পূর্ণ সাক্ষাৎকার শুনুন - 


 


'আমাকে ওরা মার্ডার করে দিত' নিশুতি রাতে অভিযোগকারিনীর বাড়িতেই 'পুলিশের পোশাকে হামলা'