সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ।


জগদ্দলের ঘটনায় গ্রেফতার ৪


পুজোর মুখে গতকাল জগদ্দলের মেঘনা মোড়ে। অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের সামনে প্রথমে ইটবৃষ্টি ও  বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। সেই ঘটনাতেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর এমনিতেই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। শাসক ও বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। কে প্রকৃত দোষী ? কারা করেছিল মাস্টার প্ল্যান ? ধৃতদের জেরার পর কি বড় মোড় নিতে চলেছে জগদ্দলের এই ঘটনা ? তা সময়ই বলবে। 


পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের


 অর্জুন সিংয়ের বাড়ির সামনে গতকাল বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলের মেঘনা মোড়ে বোমাবাজি হয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পায়ে স্লপিন্টার লেগেছে বলে অভিযোগ জানায় অর্জুন।  গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ।এরপরেই গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন অর্জুন সিংহ। 'মজদুর ভবন লক্ষ্য করে বোমা-গুলি-ইটবৃষ্টির অভিযোগ চলে। পুলিশের সামনেই কমপক্ষে ২০-২৫টা বোমা পড়েছিল। পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের । যদিও অভিযোগ উড়িয়েছিলেন সোমনাথ শ্যাম। 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, দাবি জগদ্দলের বিধায়কের।  


অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হন শুভেন্দু


অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছিলেন তিনি। বোমাবাজির অভিযোগ মানলেও গুলি চালনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। এরপরেই অর্জুনের বাড়ির সামনে হাজির হয় র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন তিনি। সেই পোস্টে ট্যাগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজিকে। 


আরও পড়ুন, সপ্তাহান্তে রাজ্যের ১১ জেলায় কমল পেট্রোলের দর, আজ আপনার শহরে জ্বালানি কত ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।