রঞ্জিত সাউ, কলকাতা: সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ। বলাইবাহুল্য, বিজেপির এই বর্ষীয়ান নেতার বিয়ের পর একদিকে এসেছে শুভেচ্ছা বন্যা। কিন্তু এর মাঝে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সস্ত্রীক দিলীপ ঘোষ। এরপরেই দলীয় সদস্যদের একাংশের বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষ। যদিও বিয়ের রেশ এখনও রয়েছে। তার আঁচ পাওয়া গেল ফের এদিন সকালে ইকোপার্কে। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন এক তৃণমূল নেতা ! এতে দিলীপের প্রতিক্রিয়া, 'আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে..'।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই কড়া পদক্ষেপ, সাসপেন্ড সামশেরগঞ্জ থানার প্রাক্তন OC ও SI !

রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজারহাট নিউটাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা দিতে আসেন স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূল নেতা মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দিলীপ দার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি। দিলীপদার সাথে নিয়মিত ইকোপার্কে দেখা হয়। দিলীপ ঘোষ বলেন, 'আমাদের পাড়ার ছেলে। আগে গো ব্যাক বলতো। এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়। আমি বিজেপির নেতা । এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক, আমাকে নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কী যোগ্যতা দেখতে পেয়েছেন। তাদেরকে শুভেচ্ছা আমার।'

প্রসঙ্গত, দলের অন্দর থেকে দিলীপ ঘোষের দিঘাযাত্রা নিয়ে আক্রমণের তালিকায় সম্প্রতি জুড়ে যায় বিজেপি বিধায়ক অশোক দিন্দার নাম। তৃণমূলের হয়ে দিলীপ ঘোষ কাজ করছেন বলে, সৌমিত্র খাঁ-র পর এবার মন্তব্য করেছিলেন ময়নার বিজেপি বিধায়কও। এদিকে খানাকুলের বিজেপি বিধায়ক আবার 'ব্যক্তিগত' বলেই সাবধানী মন্তব্য সেরেছিলেন। যদিও কৌশলী অবস্থান নিয়েছিলেন লকেট চট্টোপাধ্য়ায়। ময়নার বিজেপি বিধায়ক  

অশোক দিন্দা বলেছিলেন, হিন্দুদের ঘর লুঠ হচ্ছে, সেখানে উনি একদিনও যাননি। উনি জগন্নাথ মন্দিরে চলে গেলেন।খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেছিলেন,  দেখুন যাওয়ার ব্যাপারটা উনি জানেন। ওনার ব্যক্তিগতভাবে উনি জানেন। দিঘায় জগন্নাথ মন্দিরে পা রাখার পর থেকেই, ফের রাজ্য রাজনীতির ভরকেন্দ্রে এসে গেছেন দিলীপ ঘোষ। ১০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের পর, দশদিক থেকে তাঁকে আক্রমণ শানাচ্ছেন বঙ্গ বিজেপিরই একটা বড় অংশ। এই আবহেই, এবার দিলীপ ঘোষের দিঘাযাত্রা নিয়ে আক্রমণকারীর তালিকায় নাম জুড়েছিল ময়নার বিজেপি বিধায়কের। 

অশোক দিন্দা বলেছিলেন, 'যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে, সেই সময় উনি বিয়ে করলেন।  এটার মানে এটা হয় যে টিএমসির হয়ে কাজ করা। নিউজটাকে পুরোটাই ডাইভার্ট করা।' দিলীপ ঘোষের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগও করেছিলেন ময়নার বিজেপি বিধায়ক। অশোক দিন্দা বলেছিলেন, ২১ এ যারা যারা হারানোর চেষ্টা করেছিল, তাঁরা ২৬ এও একই জিনিস করবে। ময়না বিধানসভাতে যখনই দিলীপবাবু ঢুকেছেন, সেই সব নেতৃত্বকে নিয়েই ঢুকেছেন।  আমি শুভেন্দু অধিকারীর হাত দিয়ে ফ্ল্য়াগটা ধরেছিলাম। আমি দিলীপবাবুকে চিনতাম না।' ময়নার বিজেপি বিধায়ক যখন দিলীপ ঘোষের বিরুদ্ধে খড়গহস্ত, তখন পাশের দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন সুর খানাকুলের বিজেপি বিধায়কের। কার্যত তু তু ম্য়ায় ম্য়ায়!