উত্তর ২৪ পরগনা: রহড়ার পাতুলিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বাড়ির সামনের গাছতলার নীচে উদ্ধার হয় সাগর চৌধুরীর মৃতদেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন, ২৬ হাজার চাকরি বাতিলে নিশানা ওন্দার BJP বিধায়কের, 'টাকা ফেরত না দিলে, TMC নেতাদের ঘাড় ধরে..' ! 

মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। কীভাবে তাঁর শরীরে এল ওই আঘাতের চিহ্ন ? কেউ প্রতিশোধ নিয়েছে,  অন্য কোনও বড় ইস্যু জড়িয়ে আছে ? সে কিছু কারও গোপন কিছু জেনে ফেলেছিল ? তার জেরেই কি এই মাশুল গুণতে হল। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তবে মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুতে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

প্রকাশিত হল ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফল। প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের আদৃত সরকার। যুগ্ম দ্বিতীয় মালদার অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার সৌম্য পাল। তৃতীয় স্থানে বাঁকুড়ার কোতুলপুর হাইস্কুলের ঈশানী চক্রবর্তী। প্রথম দশে থাকা ৬৬ জনের মেধা তালিকায় কলকাতার প্রতিনিধি মাত্র এক জন। সেই ধারাবাহিকতা সমানে চলেছে!

মেধা তালিকা থেকে পাসের হার....এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। প্রথম দশের মেধা তালিকায় থাকা ৬৬ জনের মধ্যে কলকাতার পড়ুয়া মাত্র একজন। ৭০ দিনের মাথায় শুক্রবার রেজাল্ট আউট হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার। গতবারের তুলনায় বাড়ল পাসের হার। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। গতবার তা ছিল ৮৬.৩১ শতাংশ। প্রথম দশের মেধা তালিকায় স্থান করে নিয়েছে ৬৬ জন পড়ুয়া। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। ৭০০-র মধ্যে প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩%)। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪, (৯৯.১৪%)। পরীক্ষা শেষ করেই দিল্লিতে চলে গিয়েছে অনুভব। মাধ্যমিকের কৃতীর সঙ্গে কথা হল পূর্ব দিল্লির বাড়িতে বসে। মাধ্যমিকে তৃতীয় হয়েছে বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩, (৯৯%)।

ধারাবাহিকতা বজায় রেখে পাশের হারের নিরিখে সবার ওপরে পূর্ব মেদিনীপুর। পাসের হার ৯৬.৪৬% , দ্বিতীয় স্থানে কালিম্পং, পাসের হার ৯৬.০৯%, তৃতীয় স্থানে কলকাতা, ৯২.৩০% এবং ৯০.৫২% পড়ুয়া পাস করায় চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। সার্বিক পাশের হারে তৃতীয় হলেও প্রথম দশের মেধা তালিকায় কলকাতার মুখ রেখেছে অবন্তিকা রায়। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের এই ছাত্রী অষ্টম স্থান অধিকার করেছে। সে পেয়েছে ৬৮৮।