কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন। লোকসভা নির্বাচনের বছর খানেক আগে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সেই নিয়ে অমর্ত্যকে কটাক্ষ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অর্থনীতিবিদের বয়স হয়েছে, এ সব নিয়ে কেন ভাবছেন, কটাক্ষ মিশ্রিত প্রশ্ন ছুড়লেন দিলীপ। 


সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি মমতার প্রশংসা শোনা যায় অমর্ত্যর মুখে। তিনি বলেন, “এমনটা নয় যে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এই পদের জন্য যোগ্য নন। স্পষ্টভাবেই তাঁর যোগ্যতা আছে। কিন্তু, বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের যা হতাশা, সেই সমস্ত বিষয়গুলিকে একত্রিত করে, দেশে বিভেদের রাজনীতির অবসান ঘটাতে তিনি নেতৃত্ব দিতে পারবেন কি না, এখনও তা প্রতিষ্ঠিত নয়।”


অমর্ত্যর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলাপ-আলোচনা। বিজেপি বিরোধী শিবিরের মুখ হয়ে ওঠার দৌড়ে কতটা এগিয়ে রয়েছেন মমতা, তৃণমূলই বা কতটা গুরুত্ব পাবে, চলছে কাঁটাছেড়া। সেই আবহেই অমর্ত্যকে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, "উনি আবার এইসব ভাবছেন কেন! বোঝা যাচ্ছে বয়স হয়েছে। প্রাইমারি বিদ্যালয়ের বাচ্চাও জানে ৪২ টা আসন জিতলেও প্রধানমন্ত্রী হওয়া যায় না। নোবেল পেয়েছেন, উনি জানেন না? এতকাল মোদি ভাল নয়, মোদি খারাপ, অনেক কিছু বলছিলেন। এখন লোকে বুঝিয়েছে, এসব বলা ভাল হবে না। তাই এখন এসব বলছেন। অর্থনীতিতে নোবেল পেয়েছেন অর্থনীতি নিয়ে আলোচনা করুন না, এসব রাজনীতি নিয়ে কথা বলছেন কেন।"


আরও পড়ুন: Mamata Banerjee: 'ওঁর মতো অভিজ্ঞ, বিদ্বানের কথা মানে আদেশ’, অমর্ত্যর মন্তব্যে প্রতিক্রিয়া মমতার


এর আগে, একাধিক বার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অমর্ত্য।  মোদি সরকারের সমালোচক অমর্ত্য মমতার প্রশংসা করছেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, এমন দাবিও করছেন বিজেপি-র নেতা-মন্ত্রীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, “গণতন্ত্রে যে কেউ, তাঁর নিজস্ব মতামত প্রকাশ করতেই পারেন। কিন্তু দেশে প্রধানমন্ত্রী পদে কর্মখালি নেই! গত ২টো টার্মে নরেন্দ্র মোদির ওপর ভরসা রেখেছেন দেশবাসী। ২০২৪-এও নিঃসন্দেহ মোদির নেতৃত্বে এনডিএ ফের জিতবে। ভ্যাকেন্সিই তো নেই।”


রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য আবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অমর্ত্যকে। শান্তিনিকেতনে অমর্ত্যর পৈতৃক বাড়ি ‘প্রতীচী’র বাইরেও পদ্ম ফুটিয়ে ছাড়বেন বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, “২০২৪-এও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। এ রাজ্যেও বদল দেখবেন।”