কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন একজন। অন্য জন আবার তৃণমূল (TMC) থেকে গিয়েছেন বিজেপি-তে (BJP)। রাজ্যের পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) মধ্যে বাধল সংঘাত। মঙ্গলবার আসানসোল রেল ওভারব্রিজ পরিদর্শন করেন বাবুল। সেই নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করেছেন জিতেন্দ্র।


মঙ্গলবার কুমারপুর রেল ওভারব্রিজ পরিদর্শন করেন বাবুল (Paschim Bardhaman News)। সেখানে গিয়ে তিনি জানান, রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ যত দ্রুত সম্ভব শেষ হবে। সেই নিয়েই বাবুলকে বেঁধেন জিতেন্দ্র। তাঁর দাবি, রেল এবং ইস্কোর উদ্যোগে ওভারব্রিজ তৈরি হচ্ছে। পরিদর্শন করে নিজের নম্বর বাড়ানো অর্থহীন।


বাবুলকে নিশানা করে জিতেন্দ্র আরও বলেন, "সিধাবাড়ি নামে একটি গ্রাম দত্তক নিয়েছিলেন উনি। সেই গ্রামটির কী অবস্থা, সেটা একবার পরিদর্শন করলে ভাল হতো।"


জিটি রোডের যানজট এড়াতে আসানসোলের কুমারপুরে একটি রেল ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। বাবুল আসানসোলের সাংসদ থাকাকালীন রেল এবং সেল-এর উদ্যোগে এই ওভারব্রিজের কাজ শুরু হয়। সোমবার নির্মীয়মাণ রেল ওভারব্রিজের কাজ পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী বাবুল।
এ নিয়ে আসানসোলের ডিআরএমের সঙ্গেও বৈঠক করেন তিনি।


আরও পড়ুন: Calcutta High Court: বিচারপতির বিরুদ্ধে পোস্টার দেওয়ার পিছনে হাত আইনজীবীর! রিপোর্ট পেশ পুলিশের


রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ যত দ্রুত শেষ হবে বলেও দাবি করেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল। তাঁর বক্তব্য ছিল, "রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ যত দ্রুত শেষ করে, জনসাধারণের হাতে তুলে দিতে পারার জন্যই এসেছি।"

বাবুলের ওভারব্রিজ পরিদর্শন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা জিতেন্দ্র। তাঁর বক্তব্য, "তিনি সিধাবাড়ি নামে একটা গ্রাম দত্তক নিয়েছিলেন, সেই গ্রামটার কি অবস্থা সেটা একবার পরিদর্শন করলে ভালো হত। যে কাজ রেল ও ইস্কোর যৌথ উদ্যোগে হচ্ছে সেটা পরিদর্শন করে নিজের নাম্বার বাড়ানোর কোনও মানে নেই ।"

এই দুই নেতার দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। জিতেন্দ্র যখন তৃণমূল পরিচালিত আসানসোলের মেয়র ছিলেন, সেই সময় বাবুল ছিলেন আসানসোলের বিজেপি সাংসদ। তখন থেকেই একাধিক ইস্যুতে দু'জনের সংঘাত বেধেছে। বিধানসভা নির্বাচনের পর ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের দু’বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল। আর ২০২১ সালের মার্চ মাসে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন পাণ্ডবেশ্বেরের প্রাক্তন বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র।


সেই সময় অবশ্য বিজেপিতেই ছিলেন বাবুল। বাবুল প্রকাশ্যেই জিতেন্দ্রর যোগদান নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তার পর থেকে কখনও রাস্তা, কখনও কয়লা চোরাচালান, কখনও আবার রাজধানী এক্সপ্রেসের স্টপ, নানা কারণে বহু বার বিবাদে জড়িয়েছেন বাবুল-জিতেন্দ্র, যা আরও একবার প্রকাশ্যে এল।