কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলে (Asansol) পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। এর আগে শনিবার আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনায় হাইকোর্টের রক্ষাকবচ পেলেও, বিজেপি নেত্রীকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।


ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে চৈতালি: কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে ফের জিজ্ঞাসাবাদ করল পুলিশ। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি হলেন আসানসোলের বিজেপি নেত্রী।  গত ১৪ ডিসেম্বর, আসানসোলে কম্বল বিলি অনুষ্ঠানে হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিনজনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি।  এই ঘটনার তদন্ত প্রক্রিয়াকে ঘিরে শুরু হয় টানাপোড়েন।


দু-দুবার চৈতালির বাড়ি গিয়েও জিজ্ঞাসাবাদের জন্য গিয়েও, ফিরতে হয় পুলিশকে। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের জন্য রক্ষাকবচ পান। আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী। একই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন,  মৃত্যুর ঘটনায় তদন্ত বন্ধ করা যাবে না। তদন্তে সহযোগিতা করে যেতে হবে চৈতালি তিওয়ারিকে। শনি ও সোমবার ২ ঘণ্টা করে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।  এই প্রেক্ষাপটেই শনিবারের পরে সোমবারও আসানসোলের প্রাক্তন মেয়র ও বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে যায় পুলিশ।জিতেন্দ্র-জায়া চৈতালিকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

এদিকে, চৈতালি তিওয়ারিকে পুলিশি জিজ্ঞাসাবাদের পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে অভিযোগ করছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। কুলটির বিজেপি আহ্বায়ক অভিজিৎ আচার্য বলেন, “তৃণমূল পুলিশকে দলদাস বানিয়ে রেখেছে...জিতেন্দ্র বিজেপির সংগঠন মজবুত করছেন বলে পুলিশকে দিয়ে এসব করাচ্ছে।’’ আসানসোল পুরসভার মেয়র পারিষদ তথা তৃণমূল নেত্রী ইন্দ্রাণী মিশ্র বলেন, “পুলিশ তদন্ত করছে। প্রশাসনের তাদের কাজ করছে। তৃণমূলের সঙ্গে কী সম্পর্ক। বিজেপির উচিত দোষারোপ না করে তদন্তে সহযোগিতা করা।’’ শীতের কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ির মাঝে পদপিষ্ট হয়ে চলে গিয়েছে তিন-তিনটি প্রাণ। কিন্তু তার দায় কার? রাজনৈতিক চাপানউতোরের মাঝে, তারই উত্তর খুঁজছেন আসানসোলবাসী।


আরও পড়ুন: West Bengal: করোনা মোকাবিলায় সতর্কতা, ৩টি হাসপাতালকে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর