কলকাতা: করোনা (Corona) বাড়লে কলকাতার ৩টি হাসপাতালে ভর্তি করা যাবে আক্রান্তদের। ৩টি হাসপাতালকে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ হাসপাতালকে তৈরি রাখা হচ্ছে। প্রতি জেলায় ১টি করে কোভিড হাসপাতাল (Covid19 Hospital) তৈরি রাখা হবে। হাসপাতাল চিহ্নিত করতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ। স্বাস্থ্যভবনের (West Bengal Health department) সঙ্গে সরকারি হাসপাতালগুলির বৈঠকে সিদ্ধান্ত।


করোনা সতর্কতা রাজ্য: চিনে ফের ভয় ধরাচ্ছে করোনা। সতর্ক ভারতও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের সব স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যে এখনও করোনা মারত্মক আকার না নিলেও সতর্ক প্রশাসন। ফের করোনার ঢেউ আছড়ে পড়ে কীভাবে মোকাবিলা? এদিন বৈঠকে বসে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবনের (West Bengal Health department) সঙ্গে সরকারি হাসপাতালগুলির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ বাড়লে তিনটি হাসপাতালে ভর্তি করা যাবে বলে সিদ্ধান্ত। পাশাপাশি প্রতিটি জেলায় অন্তত একটি কোভিড হাসপাতাল তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 নিয়ে উদ্বেগের মধ্যেই এবার কলকাতায় দুই করোনা আক্রান্তের হদিশ মিলল। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাওয়ার পথে, ব্রিটিশ পর্যটকের শরীরে ধরা পড়ে সংক্রমণ। ওই মহিলা পর্যটককে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি ব্রিটিশ ডেপুটি হাই কমিশনে জানানো হয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। পাশাপাশি, ব্যাঙ্কক ফেরত এক পর্যটকেরও করোনা ধরা পড়ে। শনিবার মাঝরাতে এয়ার এশিয়ার বিমানে কলকাতায় পৌঁছন বিহারের দ্বারভাঙার বাসিন্দা ওই ব্যক্তি।উপসর্গ দেখে তাঁর কোভিড পরীক্ষা হয়। 


চিনে ভয়াবহ করোনা: চিনে ফের করোনার বাড়বাড়ন্ত। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। সে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখনই ৩ কোটি ২ লক্ষ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ওমিক্রন BF.7 সংক্রমণে নতুন উপসর্গ ধরা পড়েছে। চিনা হাসপাতালের তথ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েক হাজার আক্রান্তের। করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট সবথেকে বেশি কাবু করেছে বয়স্কদের। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে প্রায় ১২ লক্ষ মানুষ সত্তরোর্ধ্ব। চিনের পাশাপাশি, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা ও ব্রাজিলেও দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের ছোবলে চিন বাদে গোটা বিশ্বে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: Kolkata Shoot Out: খাস কলকাতায় ফের 'শ্যুটআউট', গ্রেফতার এক