কলকাতা : শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবিতে মালা দিয়ে আজ তর্পণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক (Kamarhati TMC MLA) । বিজেপির (BJP) রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি মদন মিত্রের (Madan Mitra)। এই ইস্যুতে এবার মদনকে পাল্টা জবাব দিল বিজেপি। "জিরো থেকে হিরো হওয়ার জন্যই তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন", বলে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।


আজ মহালয়া। মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ এই আবহে এদিন বাবুঘাটে তর্পণ করেন মদন মিত্র। কিন্তু, আপাদমস্তক রাজনৈতিক এই পদক্ষেপে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেন তিনি। যদিও মদন মিত্রর দাবি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।


কী বলেন মদন ?


তিনি বলেন, "এরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।"   


এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ককে একহাত নিয়ে রাহুল সিনহা বলেন, "নিজের রাজনৈতিক জীবন প্রায় সমাপ্ত হতে চলেছে। সেই আশঙ্কায় এখন নানারকম প্রমাদ গুণছেন। জিরো থেকে হিরো হওয়ার জন্যই এই ধরনের বক্তব্য। যাঁরা মহালয়ার তর্পণকেও রাজনৈতিক রঙে রাঙায়, নিজের পোস্ট পাওয়া না পাওয়া, দায়িত্ব পাওয়া না পাওয়ার সঙ্গে জোড়ে, সেই সমস্ত লোকের তর্পণের নামে লোকদেখানো তামাশা ছাড়া আর কিছু না এটা। সংস্কৃতি নিয়েও এরা কতটা উদাসীন, এটা তার সবথেকে বড় প্রমাণ। নিজের পজিশন ঠিক করতে অন্য কাউকে এভাবে কুরুচিপূর্ণভাবে ব্যবহার করার কোনও যৌক্তিকতা নেই।"


প্রসঙ্গত, আজ মহালয়ার পুণ্য তিথিতে জেলায় জেলায় চলে তর্পণ। শ্রদ্ধার সঙ্গে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করেন।


আরও পড়ুন ; মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের