কলকাতা: বিধানভবনে গুন্ডামি, এখনও অধরা বিজেপি নেতা রাকেশ সিংহ! হামলার পর থেকে বেপাত্তা, বার বার বাড়িতে গিয়েও খোঁজ পায়নি পুলিশ। রাকেশ সিংহ-র নাগাল পাননি লালবাজারের গোয়েন্দারাও। কলকাতায় বহাল তবিয়তেই রাকেশ সিংহ, খোঁজ পেল এবিপি আনন্দ। রাকেশ বলছেন, ''পুলিশ খোঁজ পাচ্ছে না, আমি তো ইডেনের সামনে দাঁড়িয়ে। আমি কলকাতার বুকে আছি, এখানেই থাকব। কংগ্রেসের পতাকা পোড়ানো ভুল হয়েছে।গুন্ডামি নয়, এটা আন্দোলন, বিধানভবনে হামলার পরেও দাবি রাকেশের।''
প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলা, এখনও অধরা রাকেশ সিংহ। বিজেপি নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় FIR। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব কংগ্রেস, দিকে দিকে বিক্ষোভ। ৩জন সাগরেদ গ্রেফতার, কোথায় বিজেপি নেতা রাকেশ সিংহ? বাড়িতে গিয়েও রাকেশ সিংহের খোঁজ না পাওয়ার দাবি পুলিশ সূত্রে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ,গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনেও ভাঙচুর চলে। সকাল সাড়ে ১১ নাগাদ গন্ডগোলের সূচনা হয়। বিধানভবনের ভিতরে ঢুকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের পোস্টার-ব্যানার ছেঁড়া হয় বলে অভিযোগ। কংগ্রেস নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে সেদিন। মূল অভিযোগ ওঠে বিজেপি নেতার রাকেশ সিংয়ের বিরুদ্ধে।
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ অনুযায়ী সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং সোশাল মিডিয়ায় লাইভ করতে করতে বিধান ভবনে ঢুকে হামলা চালান। তাঁর সঙ্গে ছিলেন প্রায় ৩০ জন অনুগামী। কংগ্রেস সূত্রে দাবি, বিধানভবনে তখন হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক ছিলেন। মূল গেট ছিল খোলা। কংগ্রেসের অভিযোগ, রাকেশ সিং সদলবলে ভিতরে ঢুকে প্রথমে তাঁদের নেতানেত্রীদের ছবিতে তাণ্ডব চালান। এরপর বিধানভবনের মেন গেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সেই সময় বিধান ভবনের ভিতরে থাকা কংগ্রেস কর্মীরা মেন গেট বন্ধ করে দিতে গেলে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিধানভবন থেকে মাত্রা ১০০ মিটার দূরে এন্টালি থানা। অথচ পুলিশ এসেছিল খবর পাওয়ার প্রায় ৪৫ মিনিট পর। কংগ্রেস সমর্থক বলেন, ১০০ মিটার দূরে থানা। পুলিশ এসেছে ৪৫ মিনিট পর। রাকেশ সিংকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারির দাবিতে ওইদিন বিকেলেই মৌলালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস।