কলকাতা : কাশীপুরে (Kashipur) বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha) এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। 


পরিবারের দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিত্‍পুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর হুমকি দেওয়া হয় বিজেপি যুব মোর্চার ওই নেতাকে।


আরও পড়ুন ; মল্লারপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, শাসক দলের নেতার দিকেই অভিযোগের তির


এদিকে আজ পুলিশ পরিত্যক্ত ওই ঘর থেকে যখন যুব মোর্চার নেতার দেহ বের করার চেষ্টা করেন, সেই সময় তাঁর বন্ধু-বান্ধব এবং বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি জানান, যতক্ষণ না পুরোপুরি তদন্ত হচ্ছে, ততক্ষণ দেহ তোলা যাবে না। ঘটনাস্থলে আসে লালবাজার গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা তথা উত্তর কলকাতার সভাপতি কল্যাণ চৌবে। বিক্ষোভ সামলানোর চেষ্টা করেন পুলিশ কর্তারা।


এদিকে জানা গেছে, গতকালই বেতন পেয়ে ঘরে ফেরেন অর্জুন। পরে বাইরে বের হন। কিন্তু, গভীর রাত পর্যন্ত ফেরেননি। বার বার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। এরপর আজ দেহ উদ্ধার হয়। এই পরিস্থিতিতে ঘটনায় সিআইডি তদন্তের দাবি উঠেছে।  


উল্লেখ্য, গতকালই বীরভূমের (Birbhum) মল্লারপুরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু (Mystry Death) হয়। খুনের অভিযোগ তুলে দলেরই এক নেতার দিকে আঙুল তোলে মৃতের পরিবার। যদিও পুলিশের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শাসক-নেতার। মৃতের নাম কাজি নুরুল হাসান ওরফে আকাশ। তিনি ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। কিন্তু এমন ঘটনা কেন ঘটল তা কেউই বুঝতে পারেছেন না।