নান্টু পাল, বীরভূম: আরও একটা রহস্যমৃত্যু। এবার ঘটনাস্থল বীরভূম (Birbhum)। সেখানকার মল্লারপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু (Mystry Death)। খুনের অভিযোগ তুলে দলেরই এক নেতার দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার। যদিও পুলিশের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শাসক-নেতার। মৃতের নাম কাজি নুরুল হাসান ওরফে আকাশ। তিনি ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। কিন্তু এমন ঘটনা কেন ঘটল তা কেউই বুঝতে পারেছেন না।
মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কী বলা হচ্ছে?
পরিবারের দাবি, গতকাল সন্ধেয় ময়ূরেশ্বরের বাড়ি থেকে মল্লারপুরে গিয়েছিলেন তৃণমূল নেতা। পরে সেখানেই তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ ভোরে মৃত্যু হয় তৃণমূল নেতার। পরিবারের অভিযোগ, সংগঠনে গুরুত্ব বাড়ায় দলেরই এক নেতার রোষের মুখে পড়তে হয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। সেই কারণেই খুন বলে অভিযোগ পরিবারের। তদন্ত করুক পুলিশ, সব বেরোবে, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।
সাতসকালে শহরে খুন
ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন! খাস কলকাতায় (Kolkata) শিউরে ওঠার মতো ঘটনা। পার্ক সার্কাস ময়দানের (Park Circus Maidan) মধ্যেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পরিচিতদের বিরুদ্ধে। মা উড়ালপুলে ওঠার মুখে পার্ক সার্কাস ময়দানের গেটের সামনে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Kolkata Police)। মৃতের শাহনওয়াজ ফরিদ (২৫)।
কীভাবে খুন? কী দাবি পরিবারের
পরিবারের দাবি, তপসিয়ার বাসিন্দা বছর পঁচিশের ওই যুবককে গতকাল সন্ধেয় ফোন করে ডাকে কয়েকজন পরিচিত। মৃতের স্ত্রীর অভিযোগ, মনু বলে একজনের ফোনর পর বাড়ি থেকে বের হয়ে যায় তিনি। রাতে জানা যায়, গুরুতর জখম অবস্থায় ওই যুবক পার্ক সার্কাস ময়দানের মধ্যে পড়ে রয়েছেন। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (Chittaranjan National Medical College) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৪ জন মিলে এলোপাথাড়ি কোপানোর জেরে শাহনওয়াজের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।