কলকাতা : SIR-এ 'জীবিতকে মৃত' ঘোষণা করা হয়েছে। এই অভিযোগ তুলে এদিন বারুইপুরের সভামঞ্চে তিন ভোটারকে ব়্যাম্পে হাঁটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এবার পাল্টা আক্রমণ শানাল বিজেপি।
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "যে তিনজনকে উনি দেখিয়েছেন, সেই তিনজন সম্বন্ধে এখনই আমি মন্তব্য করব না। কারণ, বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত-জীবিত দেখিয়েছিলেন। পরে সেগুলো সবক'টাই নির্বাচন কমিশন ব্যাখ্যা করে দিয়েছে। তা সত্ত্বেও বলছি, যদি ভুলও হয় সেটা দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্যজনক ভুল যাতে না হয় তারজন্য সংশোধনের সময়ও আছে। অতএব, রাজনীতির রঙ্গমঞ্চে ফ্যাশন শো-র ক্যাটওয়াক নামক নাটক তিনি বন্ধ করুন। তাঁর জন্য বক্তব্য থাকে সেগুলি নির্দিষ্ট করুন। ফটো-মার্কা রাজনীতি বাংলার মানুষ অনেক দেখে নিয়েছেন। ওসব দেখিয়ে লাভ হবে না। SIR কি তুমি তিনজনকে দাঁড় করিয়ে থামাতে পারলে ? থামাতো তো পারোনি। গত পরশু দিন আসলে ওঁকে আঙুল তোলেনি, নির্বাচন কমিশন গেট-আউট বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে। পশ্চিমবঙ্গে মানুষ আগামী ২০২৬-এ ওঁকে তাড়াবে।"
কিন্তু ঘটনা কী ?
এদিন সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এই আজ ব়্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল। কেন ব়্যাম্প হয়েছে ? সংবাদ মাধ্যমেরও খুব কৌতূহল। যারা এসছেন আপনাদেরও কৌতূহল। সোশাল মিডিয়ায় অনেকের কৌতূহল। যে হঠাৎ করে এত বড় ব়্যাম্প কেন ? কে হাঁটবে ? এই ব়্যাম্পে আমি আজ তিনজন ভূতকে হাঁটাব। আপনারা দেখবেন ?"
এরপর অভিষেক তিনজনকে সভামঞ্চে নিয়ে আসতে নির্দেশ দেন। স্টেজে আসতে দেখা যায় তিনজনকে। তাঁদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন মহিলা। যাদের সঙ্গে সরাসরি কথা বলেন অভিষেক। নাম জিজ্ঞেস করতেই তিন জনে একে একে তাঁদের নাম জানান। মণিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মিসেস মায়া দাস। অভিষেকের কথায়, 'দুই ভদ্রলোকের বাড়ি মেটিয়াবুরুজ এবং বউদির বাড়ি কাকদ্বীপ বিধানসভা।'
অভিষেক দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন যে তাঁরা এই তিনজনকে সশরীরে দেখতে পাচ্ছে কিনা ? উত্তর আসে, হ্যাঁ। এরপরেই নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "ইলেকশন কমিশন এদেন দেখতে পাচ্ছে না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি ব়্যাম্প বানিয়েছি। আর এরকম তিনটে চারটে কেস না, খালি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ জন রয়েছে, যারা জীবন্ত, বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু ওদের দেখিয়ে দিয়েছে মারা গিয়েছে। কোনও দিন মৃত ব্যাক্তিদের ব়্যাম্পে হাঁটতে দেখেছেন ? এই কারণে আমি তৈরি করেছি (ব়্যাম্প-র দিকে দেখিয়ে)। যে এদের কী চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে।"