কলকাতা : একদিকে যখন তৃণমূল দলে আদি নব্যদের অবস্থান নিয়ে বিস্ফোরক দাবি করছেন সাংসদ সৌগত রায় ( Saugata Roy ) , ঠিক সেদিনই বিজেপিতেও (BJP ) আদি-নব্য সংঘাত ! এবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ( Sukanta Majumdar ) সরাসরি নিশানা করলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan ) । তিনি এক ফেসবুক পোস্টে ( Facebook Post ) মন্তব্য করেন, ‘অযোগ্যদের মাথায় রেখে রাজনীতি করা কঠিন। যে দুজন নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা ২০১৯-এর আগে রাজনীতি করেছেন বলে জানা নেই’ । ‘শুভেন্দু, দিলীপ ছাড়া নতুন কোর কমিটির প্রত্যেকেই অযোগ্য' এই মন্তব্য থেকেই পরিষ্কার ঠিক কার দিকে আঙুল তুলেছেন তিনি ! ‘অযোগ্যদের মাথায় রেখে তাঁদের নেতা বানানোর জন্য বিজেপিতে আসিনি', বেসুরো মন্তব্য সৌমিত্রর। তিনি অবশ্য ইতিবাচক কথাই বলেছেন, শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ও দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) সম্পর্কে। সৌমিত্র লেখেন, ‘শুভেন্দু, দিলীপ ছাড়া নতুন কোর কমিটির প্রত্যেকেই অযোগ্য, বারবার কমিটি বদল করলে দলের ক্ষতি হয়’। ফেসবুকে পোস্ট করে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র পোস্টে লেখেন, ' ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও অমিত শাহ জীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোন অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। "যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল" এটা আমি সর্বদা বলবই।'