কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED’র স্ক্যানারে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বৃহস্পতিবার তাঁকে তলব করেছে ED। এই তাপসের ভাই বিভাস মণ্ডলের সঙ্গে পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায়ের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। যাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শুধু মানিক ভট্টাচার্য নয়, শাসকদলের অন্য নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাপস বা তাঁর ভাই বিভাসের। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিভাস জানিয়েছেন, ৮ বছর আগের একটি কলেজ ট্যুরের ছবি সামনে এনে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সুজিতের দাবি, পুরনো ছবিকে সামনে এনে বিজেপি নোংরা রাজনীতি করছে। 


সুপ্রিম কোর্টের নির্দেশ: টেট দুর্নীতি (TET Scam) নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই (CBI)। তবে মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই । ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআইকে, নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২৬৯ জন প্রার্থীর নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের (High Court)নির্দেশে স্থগিতাদেশ। পর্ষদ সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যর অপসারণ নিয়ে হাইকোর্টের নির্দেশেও স্থগিতাদেশ। স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে মানিক ভট্টাচার্যকে পুনর্বহালের কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।পাশাপাশি মানিক ভট্টাচার্যকে ইডি-র গ্রেফতারি মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। এ নিয়ে নিজেদের রায় স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।






প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর আমলেই নিয়োগ দুর্নীতির (Recruitment scam) একাধিক অভিযোগ উঠেছে। তদন্তে নেমেছে দুই কেন্দ্রীয় সংস্থা। যদিও এরপরও মুখে কুলুপ ইডি হেফাজতে থাকা তৃণমূল বিধায়কের।ইডি আদালতে জানিয়েছিল, তদন্তে সহযোগিতা করছেন না মানিক। তাঁকে যে প্রশ্ন করা হচ্ছে সেগুলিরও সদর্থক উত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তদন্তকারীরা। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নেরও উত্তর দেননি তিনি। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসার পথে প্রধানত দুটি প্রশ্ন করা হয়েছিল তাঁকে।





ইডি-র স্ক্যানারে মানিক ভট্টাচার্যর আত্মীয়দের অ্যাকাউন্ট: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র স্ক্যানারে মানিক ভট্টাচার্যর আত্মীয়দের অ্যাকাউন্ট। এই সমস্ত অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্স জানাই এখন মানিককে জেরার মূল লক্ষ্য। ইডি সূত্রে খবর, আত্মীয়দের সঙ্গে মানিকের বেশ কয়েকটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। প্রথমে মানিক এই সমস্ত অ্যাকাউন্টের কথা অস্বীকার করেন। ইডি-র তদন্তকারীরা প্রামাণ্য নথি দেখানোর পর জয়েন্ট অ্যাকাউন্টের কথা স্বীকার করেন মানিক। ইডি সূত্রে খবর, জয়েন্ট অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্‍স সম্পর্কে জানতে চাওয়া হলে, মানিক জানেন না বলে দাবি করেন। 


প্রাথমিকে দুশো উনসত্তর জন প্রার্থীর নিয়োগ বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছে, আগামী শুনানি না হওয়া পর্যন্ত মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না CBI।


মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি নিয়োগ দুর্নীতির? সূত্রের দাবি, তদন্তে ইডি তা খতিয়ে দেখছে। ED সূত্রে দাবি, জেরায় মানিক ভট্টাচার্য বলেন, এই টাকা কোথা থেকে এল তা, তিনি জানেন না।