উত্তরবঙ্গ: শিলিগুড়িতে জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ, কেন্দ্রকে চিঠি শঙ্কর ঘোষের। তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি শিলিগুড়ির বিজেপি বিধায়কের। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল বার্থ সার্টিফিকেট তৈরির চক্র, অভিযোগ শঙ্করের। খড়িবাড়ির বিএমওএইচ-কেও স্মারকলিপি বিজেপির। 

Continues below advertisement

আরও পড়ুন, কমিশনের SIR প্রস্তুতির মধ্যেই CAA শিবিরের তোড়জোড় বিজেপির, 'খুব শীঘ্রই সীমান্ত এলাকায়..'

Continues below advertisement

সম্প্রতি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম-মৃত্য়ু শংসাপত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। হাসপাতালের রেজিস্ট্রার ও অস্থায়ী ডেটা অন্ট্রি অপারেটরের বিরুদ্ধে দায়ের হয় FIR. এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় বিরোধীরা। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট! ভোটের লাইনে দাঁড়ানোর আগে, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তোড়জোড় চলছে জোর কদমে। এই আবহেই, শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে জন্ম-মৃত্য়ু শংসাপত্র নিয়ে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ সামনে আসে। টাকার বিনিময়ে শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠল খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে।

অভিযোগ, গত তিনমাসে গ্রামীণ এই স্বাস্থ্যকেন্দ্রে প্রায় হাজার খানেক জন্ম-মৃত্য়ু শংসাপত্র দেওয়া হয়।অস্বাভাবিক হারে শংসাপত্র দেওয়ায় সন্দেহ তৈরি হয় স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক শফিউল আলম মল্লিকের। তাঁর দাবি, এরপরই বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান তিনি।খড়িবাড়ি  ব্লক স্বাস্থ্য আধিকারিক শফিউল আলম মল্লিক বলেন, এখানে জন্ম-মৃত্য়ু শংসাপত্র নিয়ে একটু দুর্নীতির অভিযোগ উঠেছে। আমি যখন রেজিস্ট্রার হিসেবে চার্জ নিই, তখন আমি যখন প্রশিক্ষণ নিতে যাই বা কাজটা শুরু করতে যায়, তখনই আমার নজরে ব্য়াপারটা আসে। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। 

এই ঘটনায় নাম জড়ায় খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার।যিনি আবার, এলাকারই তৃণমূল নেত্রী পপি সাহার ছেলে!একই সঙ্গে নাম জড়ায় হাসপাতালের রেজিষ্ট্রার প্রফুল্লজিত মিঞ্জের। স্বাস্থ্য দফতরের প্রাথমিক তদন্তের পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওই দুজনকে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে সামিল হয় CPM ও বাম ছাত্র সংগঠন DYFI  এরপরই হাসপাতালের অস্থায়ী কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার বিরুদ্ধে FIR করে স্বাস্থ্য দফতর।

খড়িবাড়ি সিপিএম এরিয়া কমিটি সদস্য  বিট্টু জয়সওয়াল বলেন, খড়িবাড়ি হাসপাতালের মধ্যে একটা বিশাল দুর্নীতি, যেটা গ্রামাঞ্চলে সাধারণত দেখা যায় না। আজকে দেখা গেল যে খড়িবাড়িতে একটা বিশাল দুর্নীতি বলতে বোঝা গেল যে জাল সার্টিফিকেট, যেটা মারাত্মক জিনিস যারা এই জায়গায় জড়িত তৃণমূলের যারা নেতা-মাফিয়ারা রয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এই খড়িবাড়ি হাসপাতাল থেকে। খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক  শফিউল আলম মল্লিক বলেন, পুরো ব্য়াপারটা স্বাস্থ্যভবনকে জানানো হয়।   একটা অর্ডার এসেছে যে ডিও আছেন তাঁর বিরুদ্ধে FIR করার জন্য। সেই FIR-ও করা হয়েছে। '