কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বন্দি দশাতেই উপাচার্য নিয়োগের ব্লু-প্রিন্ট রচনা করছেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের দুর্নীতি ঢাকতে নিজের পছন্দের লোককে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য করতে চাইছেন প্রায় ৩ বছর জেলবন্দি থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী। সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ অস্বীকার করেছেন, রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ। কোনও মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য কে হবেন, তা ঠিক করতে কলকাঠি নাড়ছেন নিয়োগ দুর্নীতি মামলায় বন্দি পার্থ চট্টোপাধ্যায়। নিজের আমলের দুর্নীতি ঢাকতে নিজের পছন্দের লোককে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ারে বসাতে তৎপর প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি কিনা প্রায় ৩ বছর ধরে জেলবন্দি, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। সাংবাদিক বৈঠক করে, ছবি সামনে এনে, চাঞ্চল্যকর দাবি করল বিজেপি। শঙ্কুদেব পণ্ডা বলেন, ইনি হচ্ছেন আশুতোষ বাবু। যাঁর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, তিনি পার্থ চট্টোপাধ্য়ায়। তিনি এখন জেলে রয়েছেন। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তিনিই এখন বকলমে ওখান থেকে নিয়ন্ত্রণ করছেন। এই যে, পার্থবাবুর আশুবাবু। তিনি সিলেক্টেড হয়ে গিয়েছেন উপাচার্যদের তালিকায়।
রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ে এখনও স্থায়ী উপাচার্য নিয়োগ বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশে তার তৎপরতা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সাংবাদিক বৈঠক করে বিজেপির দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে নিজের একদা ঘনিষ্ঠ আশুতোষ ঘোষকে বসাতে চান নিয়োগ দুর্নীতি মামলায় বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শঙ্কুদেব বলেন, "জরুরি ভিত্তিতে, আগামী ১৯ তারিখ ITC রয়্য়ালে উপাচার্যের চূড়ান্ত বাছাইয়ের জন্য় ডেট ফাইনাল করা হয়েছে। দাবি করছি, আশুবাবুকে ডাকা হয়েছে। আর যে ২-১ জন আছেন, তাঁদেরকে ডাকা হয়নি। তাঁদেরকে জানানোই হয়নি। আমি জানতে চাই, ব্রাত্য়বাবু এটা জানেন কিনা। "
যদিও আশুতোষ ঘোষ বলেন, "পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার কোনও রকম সম্পর্ক থাকার কোনও সম্ভাবনাই নেই। যখন আমি উপাচার্য ছিলাম, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, তখন শঙ্কুদেব পণ্ডার সঙ্গেও ছিল, পার্থ চ্যাটার্জির সঙ্গেও ছিল। কারণ শঙ্কুদেব পণ্ডাও আসতে, পার্থ চ্যাটার্জিও আসতেন। দেখা করতে এলে তো কথা বলতেই হবে।"
২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নেওয়া নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে-র সঙ্গে সংঘাত চলছে তৃণমূল ছাত্র পরিষদের। এনিয়েও বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি। এ প্রসঙ্গে শঙ্কুদেব বলেন, "যাতে ২৮ অগাস্টের আগে আশুবাবু উপাচার্য হন, শান্তা দেবীকে সরিয়ে দেওয়া হয় এবং আশুবাবুকে দিয়ে ২৮ অগাস্টের ছুটি ঘোষণা করা হবে। পরীক্ষার ডেট পরিবর্তন করা হবে।" এই দাবির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এই সমস্ত অবান্তর কথাবার্তা, জেলে রয়েছেন, শিক্ষা দফতর আর একজন চালাচ্ছেন, শিক্ষামন্ত্রী রয়েছেন...এসব হবেই বা কেন ? অবান্তর কথা।"
বিজেপির অভিযোগ প্রসঙ্গে জানতে ফোন করা হলে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনও মন্তব্য করতে চাননি।