কলকাতা: মোদি সফরের দিনেই প্রধানমন্ত্রীকে এদিন জোর নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম ইস্যু ছিল অপারেশন সিঁদুর। যা নিয়ে চাঁচাছোলা মন্তব্য করেছেন এদিন তিনি। 'মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?' প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে ওয়াকফ অশান্তি থেকে আবাস-আয়ুষ্মান। আর এবার শেষবেলায় ময়দানে নেমে তুলোধনা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'প্রধানমন্ত্রীর ভাষণ শুনে তার ছিঁড়ে গেছে' !
আরও পড়ুন, "আমি এখনও বলব উপায় আছে..." চাকরিহারাদের জন্য রাজ্যকে কোন উপায়ের বার্তা পদত্যাগী সাংসদ জহর সরকারের
সাংবাদিক: এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার যখন কেন্দ্রকে সমর্থন করছে, আপনারা রাজ্যকে আক্রমণ করলেন, বিজেপি গুন্ডা পার্টি। দেশকে লুট করেছে। আমার মুখ খুলতে বাধ্য করবেন না কিন্তু। কী বলবেন ?
সুকান্ত মজুমদার : মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলব, মুখ খোলার দম থাকলে, মুখ খুলুন। তার আগে কানটা খুলুন। কালীঘাটের কাকুর রেকর্ডিংটা শুনুন ভাল করে। কাকে ১৫ কোটি, কাকে ২০ কোটি দিতে হবে ? পার্থর বেশি লোভ ! অভিষেকের জন্য ১৫ কোটি। অভিষেকের জন্য রাখছেন মুখ্যমন্ত্রী। কানটা খোলা আছে ? নাকি শুনতে পাচ্ছেন না ? আমি তো শুনেছি, আপনি টিভি দেখেন না। রাতে গিয়ে রিলস দেখেন। কৃষ্ণ কল্যাণী কোথায় গিয়ে ছবি তুলছে ? বাকিরা কে কোথায় কী খাচ্ছে , জিনিসটা দেখবেন আজকে। শুনেছেন অভিষেক নামটা । অভিষেককে এত দিতে হবে। নামটা চেনা চেনা লাগছে ? তীব্র আক্রমণ সুকান্তর।
সাংবাদিক: মুখ্যমন্ত্রী বলেছেন, 'আগে নিজেকে চাওয়ালা বলতেন মোদি। এখন সিঁদুর বেচতে নেমেছেন?'
সুকান্ত মজুমদার : দেখুন আমি আগেই বলেছিলাম, বাঁশ , বাঁশের ঝাড়ের থেকে আলাদা হয় না। গতকাল উদয়ন গুহ-র বক্তব্য নিয়ে বলেছিলাম, উদয়ন গুহ একজন সার্টিফায়েড গুন্ডা। এবং আমাদের মুখ্যমন্ত্রী হলেন, সার্টিফায়েড অশিক্ষিত মুখ্যমন্ত্রী। ..মুখ্যমন্ত্রী কী ধরণের শব্দ ব্য়বহার করতে হয় , জানেন না। বাংলা পড়েননি হয়তো। এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে উদয়ন শব্দই বেরোবে কারণ, উনি বেঁচতে এসেছেন। নিজের পরিবার। পরিবারের বাইরে এরা কিছু ভাবতে পারেন না। ভাইপো। ভাইয়ের বউ।
সাংবাদিক: মুখ্যমন্ত্রী বলেছেন, সীমান্ত এলাকায় জমি দিয়েছি। আর বেশ কিছু জায়গার কাজ চলছে। যে টাকাটা পাই। আগে দিন।
সুকান্ত মজুমদার : ২০০৪ থেকে ২০১৪ তে মাননীয়া মুখ্যমন্ত্রী সরকারের অংশ ছিলেন। প্রথম ৫ বছর সেই সময় কেন্দ্রের কাছ থেকে Tax Devolution হিসেবে এই রাজ্য সরকার পেয়েছিল, ১ লক্ষ ৩৪ হাজার ১৯৫ কোটি টাকা। UPA আমলের চেয়ে NDA আমলে বেশি টাকা পেয়েছে বাংলা। যদি দম থাকে বাপের বেটা হয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের বলব, তথ্য এনে কাগজ এনে জনসমক্ষে প্রমাণ করবেন।
সাংবাদিক: 'মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?' প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী..
সুকান্ত মজুমদার : দেখুন এই ব্যক্তিগত বিষয় নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন, তাঁর রুচিশীলতা-রুচিহীনতা আরেকবার প্রমাণ করল। এরকম কুশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবঙ্গে কোনও দিনও পাইনি।..মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি, মুখ্যমন্ত্রীর থেকে বয়সে বড়। যতদূর জানি। দি মুখ্যমন্ত্রীর দু-তিন খানা ডেট অব বার্থ থাকে ! সত্যি বলা সম্ভব না আমার পক্ষে। ..ভারতবর্ষের তিন তিনবারের প্রধানমন্ত্রী। তার সম্বন্ধে কী কথা ব্যবহার করা উচিত , কোনটা নয় ? প্রধানমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একবারও মুখে নেননি। আমাদের মুখ্যমন্ত্রী দুভার্গ্যবশন সেটা জানেন না। তাঁর কুশিক্ষা, তার পারিবারিক অশিক্ষা, এই বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে।
সাংবাদিক: অপারেশন সিঁদুরের পর অপারেশন বেঙ্গল ? বাংলার সব মানুষ কি জঙ্গি হয়ে গেছে ? কী বলে গেলেন প্রধানমন্ত্রী ? মুখ্যমন্ত্রীর এই ইস্যুতে..
সুকান্ত মজুমদার : দেখুন অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। তৃণমূলের যত ইঁদুর আছে সবকটা ধরে খাঁচায় বন্দি করা হবে।